২১ মার্চ ১৯৭১ঃ ভাসানীকে ঢাকায় আনতে চট্টগ্রামে সামাদ আজাদ
শেখ মুজিবের প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ মওলানা ভাসানীকে ঢাকায় নিয়ে যেতে চট্টগ্রাম এসেছেন। ২৩ মার্চ মওলানার ঢাকা পল্টন ময়দানে সমাবেশ আছে। কিন্তু মওলানা ঢাকা আসতে সম্মত হচ্ছেন না। আজ এবং ২২ তারিখ তিনি ঘোষণা করেন তিনি অসুস্থ তিনি ব্রঙ্কাইটিসে আক্রান্ত এ সত্তেও তিনি আজ পলো গ্রাউন্ড এর সভায় অংশ নিয়েছেন। তিনি ২৩ তারিখের ঢাকার কর্মসূচী স্থগিত করেন। মওলানা শেখ মুজিবের কাছে একটি চিঠি লিখে আব্দুস সামাদ আজাদ এবং ঢাকা শহর ন্যাপ সভাপতি আব্দুল জলিলকে ঢাকা পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করেছেন।