২১ মার্চ ১৯৭১ঃ আজকের এদিনে শেখ মুজিব
মুজিব ইয়াহিয়া অনির্ধারিত বৈঠক
সকালে কঠোর সামরিক প্রহরা পরিবেষ্টিত রমনার প্রেসিডেন্ট ভবনে শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে চতুর্থ দফা আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাথে তাঁর ছয়জন শীর্ষ স্থানীয় সহকর্মী উপস্থিত ছিলেন।
প্রায় সোয়া দুই ঘন্টা আলোচনা শেষে শেখ মুজিব প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে এসে দেশী–বিদেশী সাংবাদিকদের বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি এর বেশী কিছু বলাতে অপারগতা জানিয়ে বলেন, সময় এলে অবশ্যই আমি সব কিছু বলব।
এ.কে.ব্রোহীর সাথে শেখ মুজিবের বৈঠক
পাকিস্তানের প্রখ্যাত আইনজীবী এ কে ব্রোহী গতকাল প্রেসিডেন্ট এর আমন্ত্রনে ঢাকা পৌঁছেন। তিনি আজ সকালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করে একই মতামত লিখিত আকারে শেখ মুজিবকে দিয়েছেন। এ.কে.ব্রোহীর সাথে সাক্ষাতের পর শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে পঞ্চম দফা বৈঠকে মিলিত হন। প্রেসিডেন্টের সাথে ৫ম দফা বৈঠকের সময় প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ শেখ মুজিবের সাথে ছিলেন।