১৯ মার্চ ১৯৭১ঃ বাংলাদেশের সংগ্রামে ভারত
বাংলাদেশের সংগ্রামে সমর্থন দিন—সিপিআই
ভারতের সোভিয়েত পন্থী কম্যুনিস্ট পার্টি দলের কার্যনির্বাহী কমিটির সভায় বাংলাদেশের জনগনের আত্মরক্ষা এবং জাতীয় সংগ্রামে সমর্থন দেয়ার জন্য ভারতীয় জনগনের প্রতি আহবান জানিয়েছে। কমিটির গৃহীত প্রস্তাবে বলা হয় বাংলাদেশের বর্তমান গন অভ্যুত্থানের ফলে উহার জনগনের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পাক ভারত সম্পর্কের ক্ষেত্রেও নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।
জয়প্রকাশ নারায়ণ
ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণ বাংলাদেশের স্বাধিকার সংগ্রামকে বিশ্ব এর অধিকার আদায়ের আন্দোলনের একটি রোল মডেল উল্লেখ করে শেখ মুজিবুর রহমানকে মহাত্মা গান্ধীর সাথে তুলনা করেছেন।