You dont have javascript enabled! Please enable it!

২০ ফেব্রুয়ারি ১৯৫২ সন্ধ্যায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের জরুরি বৈঠক

পূর্ববঙ্গ সরকার কর্তৃক ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারির প্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের ৯৪, নবাবপুর রােডস্থ কার্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। অলি আহাদের বক্তব্য অনুযায়ী এ সভায় উপস্থিত ছিলেন,
১. আবুল হাশিম
২. খয়রাত হােসেন এম.এল.এ
৩. বেগম আনােয়ারা খাতুন এম.এল.এ
৪. আলী আহমেদ খান এম.এল.এ
৫. আতাউর রহমান খান (তিনি মামলা পরিচালনার কাজে ময়মনসিংহ ছিলেন)
৬. কমরুদ্দীন আহমদ
৭. শামসুল হক (আওয়ামী লীগ)
৮. মােহাম্মদ তােয়াহা (যুবলীগ)
৯. কাজী গােলাম মাহবুব (সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও ছাত্রলীগ)
১০. খালেক নেওয়াজ খান
১১. শামসুল হক চৌধুরী (ছাত্রলীগ)
১২. মুজিবুল হক (ভিপি, এস.এম. হল)
১৩. আবদুল মতিন (ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি)
১৪. আবদুস সামাদ (আবদুস সামাদ আজাদ)
১৫. হেদায়েত হােসেন চৌধুরী
১৬. নুরুল হুদা (ভিপি, ইঞ্জিনিয়ারিং কলেজ)
১৭. আবদুস সালাম (সম্পাদক, পাকিস্তান অবজারভার)
১৮. আবুল কাসেম (তমদুন মজলিস)
১৯. আবদুল গফুর (তমদুন মজলিস)
২০. শওকত আলী (১৫০, মােগলটুলী)
২১. মীর্জা গােলাম হাফিজ
২২. ভি.পি, জগন্নাথ হল
২৩. গােলাম মাওলা (ভিপি, ঢাকা মেডিকেল কলেজ)
২৪. অলি আহাদ (ছাত্রলীগ)
[সূত্র : ভাষা আন্দোলন প্রসঙ্গ: কতিপয় দলিল (২য় খণ্ড), বদরুদ্দীন উমর, পৃ. ৩১৫]

Reference: ভাষা আন্দোলন, বায়ান্ন পূর্ব, গোলাম কুদ্দুস, পৃষ্ঠা 250, নালন্দা, ২০১৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!