শরণার্থীদের রাজ্যের নিরাপত্তার জন্য নিরাপত্তা বিল পাস
২৪ জুন। আজ ত্রিপুরা বিধানসভায় ওয়েস্টবেঙ্গল সিকিউরিটি (ত্রিপুরা রি এনেকটিং) সেকেন্ড এমেন্ডমেন্ড বিল, ১৯৭১ (ত্রিপুরা বিল নম্বর ৫, ১৯৭১) ধ্বনিভােটে গৃহীত হয়েছে।
বিলটি বিধানসভায় বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী শ্রীশচীন্দ্র লাল সিংহ উত্থাপন করেন। বিভিন্ন সদস্যের আলােচনার পর মুখ্যমন্ত্রী উপসংহারে এই আশ্বাস দেন, যখনই এই আইন প্রয়ােগের প্রয়ােজন হবে তখনই তা সবদিক থেকে বিবেচনা করা হবে এবং এই আইন শুধু তাদের উপরই প্রযুক্ত হবে যারা প্রকৃত সমাজ বিরােধী কাজে লিপ্ত থাকবে।
বিতর্কের উত্তরে তিনি আরও বলেন, বর্তমানে এ রাজ্যে শরণার্থীদের আগমন ব্যাপক সংখ্যায় ঘটছে। তাদের নিরাপত্তার স্বার্থে এই আইনের প্রয়ােজনীয়তা রয়েছে।
সূত্র: ত্রিপুরা
১ জুলাই, ১৯৭১
১৬ আষাঢ়, ১৩৭৮