সাংবাদিক লরেন্স লিফসুলজ তার বইতে লিখেছেন, সেদিন এগারতম সেক্টরের সৈন্যরাই পাকবাহিনীর ঢাকা কমান্ড হেডকোয়ার্টারে সবার আগে পৌঁছায়। এগারতম সেক্টরের শেষ আক্রমণের প্রতীক হিসেবে তাহেরের বড়ভাই আবু ইউসুফ খান পাকিস্তানি সেনাদলের পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার ইন চিফ জেনারেল নিয়াজির গাড়ির পতাকাটা খুলে নেন।
রেফারেন্স – অসমাপ্ত বিপ্লব – তাহেরের শেষকথা – লরেন্স লিফশুলৎস, পৃষ্ঠা ৯০