ভারত সাড়ে সাত লাখ টন খাদ্য সরবরাহ করবে।
১৪ মে ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময়
::::::::::::::::::
ডিসেম্বর থেকে এপ্রিলের শেষ অবধি ভারত সড়ক, রেল ও নদী পথে বাংলাদেশে ৫০ হাজার টনেরও বেশী পরিমাণ চাল ও গম প্রেরণ করেছে। মে মাসের মধ্যে ভারত আরাে প্রায় চার লাখ টন খাদ্যশস্য, তেল, তেলবীজ প্রভৃতি প্রেরণ করবে যার ফলে বাংলাদেশে ভারতের মােট ৭ লাখ ৬৪ হাজার ৫শ টন খাদ্যশস্য সরবরাহ কর্মসূচি সমাপ্ত হবে। ৫২
Reference:
১৪ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 355
Bangladesh Prime Minister Mujibur Rahman, left, confers with Indian Prime Minister Indira Gandhi during their meeting in Dacca, Bangladesh on March 17, 1972. The two countries warned Pakistan on March 18, that no Pakistani war prisoners will be returned home until President Bhutto recognizes Bangladesh. The two leaders met on the second day of Mrs. Gandhis visit to the new nation. (AP Photo)