ভারত সাড়ে সাত লাখ টন খাদ্য সরবরাহ করবে।
১৪ মে ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময়
::::::::::::::::::
ডিসেম্বর থেকে এপ্রিলের শেষ অবধি ভারত সড়ক, রেল ও নদী পথে বাংলাদেশে ৫০ হাজার টনেরও বেশী পরিমাণ চাল ও গম প্রেরণ করেছে। মে মাসের মধ্যে ভারত আরাে প্রায় চার লাখ টন খাদ্যশস্য, তেল, তেলবীজ প্রভৃতি প্রেরণ করবে যার ফলে বাংলাদেশে ভারতের মােট ৭ লাখ ৬৪ হাজার ৫শ টন খাদ্যশস্য সরবরাহ কর্মসূচি সমাপ্ত হবে। ৫২
Reference:
১৪ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 355