সকল প্রাথমিক শিক্ষক একই হারে বেতন পাবেন – শিক্ষামন্ত্রী
শিক্ষক জাতির পথ প্রদর্শক – বঙ্গবন্ধু।
১৩ মে ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময়
:::::::::::::::
শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বলেছেন যে, দেশের সকল প্রাথমিক শিক্ষক অভিন্ন হারে বেতন পাবেন। চলতি মাস থেকে এই বেতনের স্কেল চালু হবে। তিনি আরাে বলেন যে, সরকার গণমখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্যে শীঘ্রই একটি শিক্ষা কমিশন গঠন করতে যাচ্ছেন। কমিশন সর্বস্তরের জনগণের মতামত জেনে শিক্ষা রিপাের্ট প্রণয়ন করবেন। তিনি আরাে বলেন যে, বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে যা মানুষে মানুষে ভেদাভেদ বা অসুবিধাদী সৃষ্টি করবে না। এই শিক্ষার উদ্দেশ্য হবে সুপ্ত প্রতিভা বিকাশে স্পষ্ট ভূমিকা গ্রহণ করা। শনিবার সােহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দু’দিন ব্যাপী প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। তিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের বর্ণনা করে বলেন যে, অথনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতার মূল্য নেই। গত সালের মার্চ মাসে এই উদ্যানে বঙ্গবন্ধু ঐতিহাসিক সংগ্রামী আহ্বানের কথা স্মরণ করে তিনি বলেন যে, বাংলার দরিদ্র কৃষক শ্রমিক নিম্ন বেতনভুক্ত ও শিক্ষকদের ভাগ্য আমরা যদি পরিবর্তন না করতে পারি তাহলে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে না। 47
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে, শিক্ষকেরা শুধু জাতির মেরুদণ্ড নন, তারা জাতির ভবিষৎ কর্ণধরদের পথ প্রদর্শকও। শনিবার প্রাথমিক শিক্ষকদের প্রথম জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করে প্রেরিত এক বাণীতে এ কথা বলেন। তিনি আরাে বলেন যে, বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রামে শিক্ষকদের বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের অবদান অবিস্মরণীয়। তিনি বলেন, জাতি গঠনের কাজেই তারা শুধু তিলে তিলে আত্মদান করেননি, জাতিকে মুক্ত করার কাজেও তারা আত্মত্যাগের অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। 48
Reference:
১৩ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 352