You dont have javascript enabled! Please enable it! 1971.03.21 | ২১ মার্চ ভুট্টোর সাথে যারা পাকিস্তান থেকে ঢাকা এসেছিলেন সেই ১৫ জনের তালিকা - সংগ্রামের নোটবুক

২১ মার্চ ভুট্টোর সাথে যারা পাকিস্তান থেকে ঢাকা এসেছিলেন সেই ১৫ জনের তালিকা –

১। মি. জেড এ ভুট্টো, (দলনেতা)

২। মি. জে এ রহিম, সেক্রেটারি জেনারেল

৩। মিঃ মাহমুদ মােহাম্মদ জামান, ভাইস-চেয়ারম্যান

৪। মিয়া মাহমুদ আলী কাসুরী, ভাইস-চেয়ারম্যান

৫। ডঃ মােবাশ্বের হাসান

৬। মিঃ গােলাম মােস্তফা খান

৭। মিঃ হায়াত মােহাম্মদ খান শেরপাও

৮। মিঃ গােলাম মােস্তফা জাতোই

৯। মিঃ আবদুল হাফিজ পীরজাদা

১০। মিঃ মােমতাজ আলী ভুট্টো

১১। মিঃ রফি রাজা

১২। মিঃ আলী আহমদ খান তালপুর

১৩। মিঃ বিচারপতি (অবসরপ্রাপ্ত) ফয়জুল্লাহ কুন্দি

১৪। মিঃ আবদুল খালিক এবং

১৫। মিঃ আবদুল হাফিজ কার্দার

Reference:

অখণ্ড পাকিস্তানের শেষ দশ দিন, আহমদ সালিম, p 140-141