এক হাজার ট্রাক ও সাতশত বাস শীঘ্রই আসছে – এম মনসুর আলী |
১১ মে ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময়
(পাবনা।) যােগাযােগ মন্ত্রী জনাব জনাব মনসুর আলী আজ এখানে বলেন, স্বাধীনতা সংগ্রাম চলাকালে হানাদার বাহিনী দশ হাজার বাস ধ্বংস করেছে। এখানে মটর মালিক ও কর্মচারীদের এক সভায় মন্ত্রী জনাব মনসুর আলী এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, যােগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য শীঘই এক হাজার ট্রাক ও সাতশত বাস আমদানি করা হবে। এই আমদানিকৃত বাস, ট্রাক ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করা হবে। এছাড়াও বেসরকারি খাতে এ সকল যানবাহনের খুচরা যন্ত্রপাতি আমদানি করা হবে। জনাব আলী বলেন, এক সপ্তাহের মধ্যে ঢাকা শহরে ৮৪টি বাস কাজ শুরু করবে। এর ফলে শহরের বর্তমান যানবাহন সমস্যার সমাধান হবে। তিনি বলেন, জরুরি ভিত্তিতে টায়ার ও টিউব ভারত থেকে আমদানি করা হবে। ৪১
Reference:
১১ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 347