১৮ মার্চ ১৯৭১ঃ অবাঙ্গালীদের হত্যা করা সংখ্যাগরিষ্ঠ দলের সাহসিকতা নয়–
চট্টগ্রামে ভাসানী
বিকেলে চট্টগ্রাম ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী হালিশহরে এস্টেট মাঠে এক বিশাল জনসভায় বলেন, এই এলাকার অধিকাংশই অধিবাসী মোহাজের। তিনি বলেন মার্চের প্রথম সপ্তাহে এই এলাকায় যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি উক্ত ঘটনার নিন্দা জানান। তিনি বলেন সংখ্যাগুরু দলের লোকজন দ্বারা সংখ্যালঘুর লোকদের হত্যা করা সাহসিকতার পরিচয় নয়। পশ্চিম পাকিস্তানী কায়েমি স্বার্থবাদীদের কুকীর্তির জন্য এ এলাকার অবাঙ্গালীদের দোষী সাব্যস্ত করা যায় না। তিনি বলেন তিনি শেখ মুজিবকে এ এলাকা পরিদর্শনের জন্য আমন্ত্রন জানিয়েছেন এবং এদের সাহায্য করার আবেদন করেছেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন কলোনি পরিদর্শন করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবাঙ্গালীদের দেখতে যান। হাসপাতালে তিনি তিন ঘণ্টা অবস্থান করেন। তিনি অবাঙ্গালীদের বাঙ্গালীদের সাথে মিশে একত্রে স্বাধিকার আন্দোলনে যোগ দেয়ার আহবান জানান।