১৮ মার্চ ১৯৭১ঃ আজকের এদিনে পশ্চিম পাকিস্তান
করাচীতে ভুট্টো
নেতৃস্থানীয় পিপিপি নেতাদের সাথে বৈঠকের পর করাচীতে এক সাংবাদিক সম্মেলনে পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া শাসনতান্ত্রিক প্রশ্নে আলোচনার জন্য ঢাকায় আসার যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি তা প্রত্যাখান করে বলেন এ মুহূর্তে তার ঢাকা সফর কোন ফল বয়ে আনবে না। এ প্রসঙ্গে ভুট্টো বলেন, ঢাকা যাওয়ার ব্যাপারে তিনি প্রেসিডেন্টের কাছে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন কিন্তু তিনি তার সম্পূর্ণ জবাব না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন যে কোন সময়েই আমি ঢাকা যেতে প্রস্তুত আছি তবে যখনি তারা বুঝতে পারবেন ২৫ মার্চের আগে আমি ঢাকা গেলে ফল বয়ে আনবে তখনি ঢাকা যাব।
করাচীতে জাতীয় পরিষদের সংখ্যালঘু দলসমূহের সম্মেলন
করাচীতে জাতীয় পরিষদের স্বতন্ত্র সদস্যসহ সংখ্যালঘু দলসমূহের পার্লামেন্টারী পার্টির নেতারা এক বৈঠকে মিলিত হয়ে পশ্চিম পাকিস্তানে ভূট্টো বিরোধী একটি যুক্তফ্রন্ট গঠনের লক্ষে ২০ মার্চ করাচীতে কনভেনশন আহবান করেছে। গ্রুপটি শাসনতান্ত্রিক অচলবস্থা দূরকরনে আওয়ামী লীগকে সমর্থন করবে। কনভেনশনে ৫৫ জন সদস্যকে আমন্ত্রন জানানো হয়েছে এদের মধ্যে পিপিপিকে সমর্থনকারী কাইউম মুসলিম লীগের সদস্যগনও আছেন। কনভেনশনের আহ্বায়ক জমিয়তে উলামা পাকিস্তান সভাপতি শাহ আহমেদ নুরানী আশা করছেন অন্তত ৪৫ জন সদস্য এতে যোগ দিবেন। ৪৫ জনের অনেকেই এখন ঢাকায় অবস্থান করছেন। আহমেদ রাজা কাসুরির নেতৃত্বে পিপিপির কিছু সদস্য এতে যোগ দিতে পারেন।