চট্টগ্রামে জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে।
চট্টগ্রাম। এখানে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্য খুব বেড়ে গেছে। ফলে গরিব, মধ্যবিত্ত ও শ্রমিকদের সংসারের খরচ চালাতে খুবই কষ্ট হচ্ছে। বর্তমানে এখানে মাঝারী ধরনের প্রতি সের চাল ২ টাকা, প্রতি সের সরিষার তেল ৯ টাকা, প্রতি সের চিনি সাড়ে ৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি সের কেরােসিন তেল শহরে ৩ টাকায় এবং গ্রামে ৪ টাকা দরে বিক্রি হচ্ছে। সম্প্রতি এখানে কেরােসিনের দাম বেড়ে যাওয়ায় রেশনের দোকানে প্রতি রেশন কার্ডে আধা সের করে কেরােসিন দেওয়া হচ্ছিল। কিন্তু ইস্টার্ণ রিফাইনারীতে ৮১০০ টন অপরিশােধিত তেল আসা সত্ত্বেও চলতি সপ্তাহে রেশনের দোকান থেকে কেরােসিন দেয়া বন্ধ করে দেওয়া হয়েছে। 39
Reference:
১০ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 346
(File photo)