লাল ফিতার দৌরাত্ম্য কমান – বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কর্মচারীদের এক নির্দেশ দিয়ে বলেন, লাল ফিতার দৌরাত্ব কমিয়ে জনগণকে দুর্দশা থেকে মুক্তি দিন। বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে তিনি রাজশাহী শহরের চারদিকে দেয়া বাধটির ভগ্নদশা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বাধটি এরকম অবস্থা কেন জানতে চান, তখন তাকে জানানাে হয় যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বহুদিন যাবত বাধ প্রকল্পটির ফাইলের প্রতি নজর দিচ্ছেন না। বঙ্গবন্ধু এতে বিস্মিত হয়ে অবিলম্বে এই বাঁধ প্রকল্পের কাজে হাত দেওয়ার নির্দেশ দেন। আজ পাবনা অবস্থানকালে বঙ্গবন্ধু বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী খন্দকার মােশতাক আহমেদের কাছ থেকে একটি লিখন পান। এতে বঙ্গবন্ধুকে জানান হয় যে, তার নির্দেশের সাথে সাথেই উক্ত বাঁধটির সম্পর্কে প্রয়ােজনীয় ব্যবস্থা গৃহীত হয়েছে।৩৭
Reference:
১০ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 346
(File photo)