আদর্শ ভালবাসা দিয়ে জনগণের সেবা করুন- সারদা পুলিশ একাডেমীতে বঙ্গবন্ধু, ৯ মে ১৯৭২
সারদা, রাজশাহী। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ এখানে বলেন, যথাযথভাবে আইন শৃঙ্খলা বজায় না রাখলে অনেক কষ্টে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। স্বাধীনতা উত্তরকালে সারদা পুলিশ একাডেমির প্রথম বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি কাজে লিপ্ত সশস্ত্র দুস্কৃতিকারিদের নির্মমভাবে নির্মূল করার জন্য আজ পুলিশ ও পুলিশ অফিসারদের প্রতি আহ্বান জানান। বিদায়ী কুচকাওয়াজে অংশগ্রহণকালীন পুলিশ ও পুলিশ অফিসারদের উদ্দশ্যে করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে আপনারা এক গৌরবজ্জ্বল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণ শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সাথে তা স্মরণ রাখবে। মুক্তি সংগ্রামে নিজেদের রক্ত দিয়ে যে গৌরব আপনারা অর্জন করেছেন, তাকে অক্ষুন্ন রাখতে সচেষ্ট হন। এ গৌরবের কথা স্মরণ রেখেই আপনারা কর্তব্য সম্পাদনে এগিয়ে যান। তিনি বলেন, রাজারবাগের পুলিশ শত্রুর মােকাবেলা করেছিল আদর্শ ও স্বাধীনতার জন্যে। এ স্বাধীনতার মাধ্যমে আপনাদের সম্পর্কে জনগণের ধারণার পরিবর্তন এসেছে। তারা পুলিশকে আজ ভাই হিসেবে গ্রহণ করেছে। আশা করি এর মর্যাদা আপনারা রাখবেন। আপনারা এদেশেরই সন্তান। আপনারা শাসক হবেন না। স্বাধীন দেশের পুলিশ তা হয় না। আদর্শ, মহানুভবতা ও ভালােবাসা দিয়ে আপনারা জনগণের সেবা করবেন। পুলিশবাহিনীর সামনে যে কাজ রয়েছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্বাভাবিক করে তােলার জন্য আপনাদের অভ্যন্তরীণ গােলযােগের মুলােৎপাটনে এগিয়ে যেতে হবে।
সশস্ত্র দুষ্কৃতকারীরা জনগণের শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টির কাজে লিপ্ত এদের বিনা শাস্তিতে ছেড়ে দেয়া যেতে পারে না। পুলিশ এদের কঠোর হস্তে দমনের জন্যে এগিয়ে যাবে বলেও তিনি ঘােষণা করেন। প্রধানমন্ত্রী আজ হেলিকপ্টারে করে পুলিশ একাডেমি এসে পৌঁছালে স্বরাষ্টমন্ত্রী জনাব আবদুল মান্নান ও পুলিশের ইন্সপেক্টর জেনারেল জনাব আবদুল খালেক তাকে সম্বর্ধনা জানান। স্বরাষ্ট্রমন্ত্রীও এ অনুষ্ঠানে ভাষণ দেন। ৩২
References:
দৈনিক বাংলা, ৯ মে ১৯৭২
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ, p 342-343