You dont have javascript enabled! Please enable it! 1971.05.09 | ৯ মে ১৯৭১ | শান্তি কমিটি আরও সংগঠিত - সংগ্রামের নোটবুক

৯ মে ১৯৭১ | শান্তি কমিটি আরও সংগঠিত

মুক্তিযুদ্ধে পাকিস্তানের বন্ধু শ্রীলংকা বলেছে, “ইসলামের শত্রুদের জন্য এদেশের দরজা বন্ধ।“ বৌদ্ধ রাষ্ট্র শ্রীলংকা কি পূর্ব পাকিস্তানের গণহত্যার খবর জানে? [50] আজ নিয়াজি সিলেট সফর করেছেন। [51]  খুলনায় শান্তি কমিটি গঠন করা হয়। [52], [53] সিরাত মাহফিলের অনুষ্ঠানে গোলাম আযম রাজনৈতিক বক্তৃতা দেন। [54], [55] খুলনার আওয়ামী লীগের এম এন এ সহ মোট ৩ জন পাকিস্তানের পক্ষ নিয়েছে। [56] আজ মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জ আক্রমণ করে। ভোরে ২০০ জন মুক্তিযোদ্ধার একটি দল মেশিনগান, মর্টার নিয়ে শহরে প্রবেশ করে এলোপাথাড়ি গোলাগুলি শুরু করে। তারা গোপালগঞ্জ জেলখানায় যেয়ে জেলের গেট খুলে দেয় এবং সকল আসামী মুক্ত করে দেয়। আসামীদের মধ্যে ধলা মিয়া নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা আছেন। পরে তারা ট্রেজারি এবং কয়েকটি ব্যাঙ্ক লুট করে। তারা জেলা অস্রাগার লুট করে এবং আব্দুল মজিদ নামে একজন বাঙালী ম্যাজিস্ট্রেটকে হত্যা করে। পরে তারা স্থানীয় জামাত নেতা আফসার মোল্লা ও শান্তি কমিটি নেতা আবুকে হত্তা করে। পরে তারা কাইউম মুসলিম লীগ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী ওয়াহিদুজামান ঠাণ্ডা মিয়ার বাসভবন আক্রমন করে। সেখানে তারা তার বাড়ীর দারোয়ানকে হত্যা করে বাড়িটি আগুন দিয়ে জালিয়ে দেয়। [57] তাছাড়া আজ পাক হানাদার বাহিনী দিনাজপুরের অমরখানার জগদল এলাকায় দৃঢ় প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন করে।  অপরদিকে মুক্তিবাহিনী ভজনপুর মূল ঘাঁটি থেকে ৩/৪ মাইল দূরে মাগুরমারী ও ময়নাগুড়ি নামক স্থানে দুটি ছোট ঘাঁটি স্থাপন করে। [58]

References:

[50]    “৯ মে ১৯৭১ঃ শ্রীলঙ্কার রাষ্ট্রদুত ফয়সল জুনায়েদ বলেন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56814 (accessed May 09, 2020).

[51]    “৯ মে ১৯৭১ঃ জেনারেল নিয়াজির সিলেট সফর | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56815 (accessed May 09, 2020).

[52]    “৯ মে ১৯৭১ খুলনা শান্তি কমিটি | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10689 (accessed May 09, 2020).

[53]    “৯ মে ১৯৭১ঃ খুলনা শান্তি কমিটির সভাপতি হয়েছেন একেএম ইউসুফ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56822 (accessed May 09, 2020).

[54]    “৯ মে ১৯৭১ঃ সিরাত মাহফিলের অনুষ্ঠানে জামাত নেতা গোলাম আজম  | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56826 (accessed May 09, 2020).

[55]    “৯ মে ১৯৭১ সিরাতুননবী সম্মেলন  | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10711 (accessed May 09, 2020).

[56]    “৯ মে, ১৯৭১ এমএনএ এমপিএ এর দল ত্যাগ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10690 (accessed May 09, 2020).

[57]    “৯ মে ১৯৭১ঃ মুক্তিযোদ্ধাদের গোপালগঞ্জ আক্রমন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56823 (accessed May 09, 2020).

[58]     “৯ মে ১৯৭১ঃ ৬নং সেক্টরের পুনর্গঠন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56813 (accessed May 09, 2020).