You dont have javascript enabled! Please enable it!

৫ মে ১৯৭১ | পাকিস্তানী প্রোপাগান্ডা চলছে | বিদেশে বাংলাদেশের ব্যাপারে সচেতনতা

আজ চাঁদপুরে শান্তিকমিটির প্রায় ৫০০ জনের একটি মিছিল ও সভা হয়। পাকিস্তান আর্মি এতে সহায়তা করে। [24] সারাদেশ স্বাভাবিক আছে তা প্রমান করার জন্য সামরিক সরকারের গৃহপালিত এপিপি এর সাংবাদিক রংপুরের উপর প্রতিবেদন ছাপান, যাতে তিনি লেখেন, ৫১ সদস্য বিশিষ্ট শান্তি কমিটি গঠনের পর থেকেই রংপুর স্বাভাবিক হয়ে আসছে। বিভিন্ন অফিসে ৯০% উপস্থিতি আছে। [25] এর আগে দশ জন সিনেটর জাতিসংঘের কাছে আবেদন করেছিলেন পাকিস্তানকে কোন সাহায্য না করতে। তার প্রেক্ষিতে পাকিস্তানের রাষ্ট্রদূত আগা হিলালী ঐ দশজনের কাছে চিঠি দিয়েছে। [26] লন্ডনস্থ বাংলাদেশ একশন কমিটি ইয়াহিয়া খানের বিরুদ্ধে বাংলাদেশের সমর্থনে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর কাছে আবেদন শীর্ষক এক প্রচারপত্র প্রকাশ করে। [27] এদিকে বিশ্বশান্তি কংগ্রেসে ইন্দিরা গান্ধী বলেন, “পুর্ববঙ্গের স্বাধীনতা আন্দোলন সমর্থন করুন”। [28] চট্টগ্রামের রামগড় সীমান্তে মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ হয় আজও চলমান আছে। [29] মেজর জলিল বরিশাল পুনরায় মুক্ত করার উদ্দেশ্যে এমএনএ নূরুল ইসলাম মঞ্জুর ও লে. নাসেরকে সাথে নিয়ে দুটি লঞ্চে ৪০ জন যোদ্ধা ও প্রচুর অস্ত্রশস্ত্রসহ ভারতের শ্যামনগর থেকে বাংলাদেশের দিকে যাত্রা করেন। ৪০ জনের মধ্যে সেনা সদস্য ছিল মাত্র ৪ জন। কিন্তু রাস্তা সম্পর্কে জলিলের ভাল ধারনা না থাকায় মিশনটি ব্যার্থ হয়। [30] অতএব, আজকের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষন করলে দেখা যায়, পাকিস্তান সরকার তাদের প্রোপাগান্ডা সফলভাবে চালাচ্ছে। বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাপারে কিছুটা সচেতনতা বেড়েছে। দেখা যাক আগামীকাল কী হয়।

References:

[24]    “৫ মে ১৯৭১ঃ শান্তি কমিটির মিছিল ও সভা | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56523 (accessed May 05, 2020).

[25]    “৫ মে ১৯৭১ রংপুর স্বাভাবিক | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10630 (accessed May 05, 2020).

[26]    “৫ মে ১৯৭১ | পাকিস্তানে সাহায্য বন্ধের উদ্যোক্তা সিনেটরদের কাছে পাক রাষ্ট্রদূত আগা হিলালীর টেলিগ্রাম | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/114278 (accessed May 05, 2020).

[27]    “৫ মে ১৯৭১ঃ ব্রিটেনে বাংলাদেশ আন্দোলন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56518 (accessed May 05, 2020).

[28]    “‘পুর্ববঙ্গের স্বাধীনতা আন্দোলন সমর্থন করুন’ – বিশ্বশান্তি কংগ্রেসে ইন্দিরা | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/91875 (accessed May 05, 2020).

[29]    “৫ মে বুধবার ১৯৭১ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/41351 (accessed May 05, 2020).

[30]     “৫ মে ১৯৭১ঃ মেজর জলিলের ব্যার্থ বরিশাল অভিযান | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56537 (accessed May 05, 2020)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!