You dont have javascript enabled! Please enable it! ২৯ এপ্রিল ১৯৭১ | সব গ্রুপের গুছিয়ে নেবার দিন - সংগ্রামের নোটবুক

২৯ এপ্রিল ১৯৭১ | সব গ্রুপের গুছিয়ে নেবার দিন

আজ মুজিবনগর সরকার বেশ কিছু কমিটি করেছে। ত্রাণ, ট্রেনিং, বেতন ইত্যাদি। সকল এম এন এ ১৫০ টাকা ভাতা পাবেন। [32] চট্টগ্রামের রামগড়ে প্রতিরোধ যুদ্ধে শেষ পর্যন্ত আমাদের বাহিনী পিছু হটে। [33]  শেরপুরে বোমাবর্ষনের কারণে আসামে ৫০,০০০ রিফিউজি পালিয়ে এসেছে। [34] আজকে পর্যন্ত শরনার্থী সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার। [34] তবে বেসরকারী হিসেবে ২০ লাখ। [34] বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভারত সরকারকে বলেছে এদেরকে যেন ‘রিফিউজি’ বলা না হয়। তবে কী নামে ডাকা হবে সেই সিদ্ধান্ত হয়নি। [34] ত্রিপুরায় রেডক্রস কাজ শুরু করেছে। ৫ টি চিকিৎসা কেন্দ্র থেকে ৭৬ টি ক্যাম্পে চিকিৎসা চলছে। [35] পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ খুলনা সফর করেছেন। [36] পাকিস্তান সরকার ইস্ট পাকিস্তান রাইফেলস এর নাম বদলে ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স রেখেছেন। কারণ জানা যায়নি। [37] এদিকে পাকিস্তান সরকার বিদেশীদের জন্য করাচী টু ঢাকা বিমান ভাড়া ৪ গুন বৃদ্ধি করেছে। আগে এ মূল্য ছিল ২২৫ টাকা বর্তমানে করা হয়েছে ৯৩৯ টাকা। [38] আজকের দিনে দেখা গেল সকল গ্রুপ নিজের মত প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত স্বাধীন বাঙলা বাস্তবে রূপ নিতে পারে কিনা। আগামীকাল কী হয় কে জানে।

References:

[32]     “২৯ এপ্রিল ১৯৭১ঃ মন্ত্রীসভার বৈঠক | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56079 (accessed Apr. 29, 2020).

[33]     “২৯ এপ্রিল বৃহস্পতিবার-৩০ এপ্রিল শুক্রবার ১৯৭১ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/40270 (accessed Apr. 29, 2020).

[34]     “বাংলাদেশের জাতীয় সমন্বয় কমিটির অহ্বায়ক-সম্পাদক | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/33062 (accessed Apr. 29, 2020).

[35]     “২৯ এপ্রিল ১৯৭১ঃ ত্রিপুরায় রেডক্রস | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56063 (accessed Apr. 29, 2020).

[36]     “২৯ এপ্রিল ১৯৭১ঃ পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ খুলনা সফর করেছেন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56067 (accessed Apr. 29, 2020).

[37]     “ই পি আর-এর নাম বদল | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/29379 (accessed Apr. 29, 2020).

[38]     “২৯ এপ্রিল ১৯৭১ঃ পাকিস্তান সংবাদ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56062 (accessed Apr. 29, 2020).