You dont have javascript enabled! Please enable it!

১২ মার্চ ১৯৭২ঃ ভারতীয় বাহিনীর বিদায় কুচকাওয়াজ

ঢাকা স্টেডিয়ামে বিদায়ী ভারতীয় সৈন্যদের বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উপস্থিত থেকে সালাম গ্রহন করেন। পরে শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্তে কেউ ফাটল ধরাতে পারবে না। দু দেশের মধ্যে ভাতৃত্ব চিরকাল টিকে থাকবে আমরা কাধে কাধ মিলিয়ে কাজ করবো যাতে মানুষ চিরকাল শুখে শান্তিতে বসবাস করতে পারে। তিনি বাংলাদেশের যোগাযোগ বেবস্থা পুনর্গঠনে তাদের ভুমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বএন আপনাদের ছেড়ে দিতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনারা আমরা দুটি ভিন্ন দেশের মানুষ তাই আপনাদের ছেড়ে দিতেই হবে। ইন্দিরা গান্ধী প্রসঙ্গে তিনি বলেন তিনি শুধু ভারত বাসীর নেতাই নন তিনি বিশ্ব নেতা। বাংলার মানুষ তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ কারী বীর সৈনিকদের কথা স্মরন করে সকল সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তৃতা শেষে তিনি জয় বাংলা জয় ভারত বলে শেষ করেন। এ সময় জনতা মুহুর্মুহু এ শ্লোগান দিয়ে স্টেডিয়াম প্রকম্পিত করে।
অনুষ্ঠানটি উপভোগ করার জন্য হাজারো মানুষ স্টেডিয়ামে ভীড় করে। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। আশে পাশের ভবনের ছাদেও প্রচুর লোক ভীড় করে। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌছলে জেনারেল অরোরা তাকে স্বাগত জানিয়ে মঞ্চে নিয়ে যান। মঞ্চে উঠার পর দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং জাতীয় অভিবাদন জানানো হয়। এর পর ৪ গার্ডের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল হিম্মত একটি খোলা জীপ দিয়ে প্রধানমন্ত্রীকে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী মঞ্চে ফিরে আসলে দলগুলো মার্চ শুরু করে এবং প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায় প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহন করেন।
অনুষ্ঠানের শেষে ডিসপ্লে বোর্ডে সোনারবাংলা লেখা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!