You dont have javascript enabled! Please enable it! 1971.09.09 | বাঙলাদেশ সম্পর্কে বিশ্বজনমত সৃষ্টির জন্য বিশ্ব শান্তি সংসদের ডাক | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সম্পর্কে বিশ্বজনমত সৃষ্টির জন্য বিশ্ব শান্তি সংসদের ডাক

নয়াদিল্লী, ৮ সেপ্টম্বর (ইউ এন আই)- বাঙলাদেশে ব্যাপক নরহত্যার ঘটনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিচার’ এর বিরুদ্ধে বিশ্বজনমত সৃষ্টির জন্য গতকাল বিশ্ব সংসদের চার নেতা আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি ও লেবানন থেকে বিশ্ব-শান্তি সংসদে নির্বাচিত চার প্রতিনিধি সম্প্রতি সীমান্তবর্তী রাজ্যের শরণার্থী শিবিরগুলি ঘুরে এসেছেন। রাজধানীতে ফিরে আজ এক সাংবাদিক সম্মেলনে তারা বলেন, নিজ নিজ দেশে ফিরে বাঙলাদেশে সংঘটিত ব্যাপক মানবিক বিপর্যয় সম্পর্কে সরকার ও জনগণকে তারা ওয়াকিবহাল করেন। ইতালি পার্লামেন্টের কমিউনিস্ট সদস্য মিঃ আন্তোনেলাে এম্বাদরী এবং সােস্যালিস্ট মিঃ কার্লো ইনভালদি মাসা দাবি করেন যে, বাঙলাদেশে গণহত্যা বন্ধে ইয়াহিয়াকে বাধ্য করার জন্য রাজনৈতিক নেতা, শিল্পী, লেখক ও বুদ্ধিজীবীদের নিয়ে একটি আন্তর্জাতিক কমিটি গড়া হােক। লেবানন এর তরুণ আইনজীবী মামুদ টেব্বো আশা প্রকাশ করেন যে, পশ্চিম এশিয়ার গণতান্ত্রিক শক্তিসমূহ বাঙলাদেশ সরকারের পিছনে সমবেত হবে এবং পাকিস্তানী সরকারের বারংবার অস্বীকৃতি সত্ত্বেও গণহত্যা বন্ধ করতে বাধ্য করবে। মিঃ মাসা এই হুঁশিয়ার দেন যে, বাঙলাদেশ সংগ্রাম যেন ভারত পাক বিরােধ বলে মনে করা না হয়। পাকিস্তান সামরিক জুন্টাকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি করে মিঃ এম্বাদরী দৃঢ় ঘােষণা করেন যে, শেখ মুজিবের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সমস্যা সমাধানের একমাত্র পথ। উল্লেখ্য যে, সারা ভারত শান্তি সংসদ ও আফ্রো এশিয় সংহতি কমিটির ডাকেই ঐ চার প্রতিনিধি এ দেশে আসেন। শীঘ্রই বিশ্বশান্তি সংসদের অপর এক প্রতিনিধিদল জাতিসংঘের সেক্রেটারি জেনারেল উথান্টের সঙ্গে সাক্ষাৎ করে বাঙলাদেশ পরিস্থিতি সম্পর্কে তাঁকে ওয়াকিবহাল করবেন।

সূত্র: কালান্তর, ৯.৯.১৯৭১