৯ মার্চ ১৯৭১ঃ পল্টনে মওলানা ভাসানী
পল্টনে ন্যাশনাল আওয়ামী পার্টি ও জাতীয় লীগের স্বাধীন বাংলা আন্দোলন সমন্বয় কমিটি আয়োজিত এক জনসভায় মওলানা ভাসানী বলেছেন ২৫ মার্চের মধ্যে মুজিবের দাবী মেনে না নিলে তিনি মুজিবের সাথে মিলে ১৯৫২ সালের ন্যায় আন্দোলন গড়ে তুলবেন। ইয়াহিয়ার উদ্দেশে তিনি বলেন লাকুম দিন ওয়ালিয়া দিন নিয়মে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা স্বীকার করে নেয়ার আহ্বান জানান। সভায় ভাসানী ছাড়া জাতীয় লীগ প্রধান আতাউর রহমান খান বক্তৃতা দেন। বক্তৃতা না দিলেও মঞ্চে ছিলেন জাতীয় লীগের সাধারন সম্পাদক শাহ আজিজুর রহমান এবং ন্যাপ সাধারন সম্পাদক মশিউর রহমান। তিনি মুজিবকে হুশিয়ার করে দিয়ে বলেন আপোষ করলে মুজিব বল ভাসানী বল কারো অস্তিত্ব থাকবে না। তেজদিপ্ত কণ্ঠে ভাসানী বলেন পাকিস্তান অখণ্ড থাকবে না, থাকতে দিবনা। ইয়াহিয়ার বাপেরও ক্ষমতা নাই ঠেকায়। তিনি বলেন পাচ কোটি পশ্চিম পাকিস্তানীদের মঙ্গল চাইলে কালই পূর্ব পাকিস্তানের স্বাধীনতা স্বীকার করে নিন। সভায় কতক প্রস্তাব গৃহীত হয় তার মধ্যে আছে নিরীহ বাঙ্গালীদের উপর গুলিবর্ষণের নিন্দা, নিহত ও আহতদের জন্য সমবেদনা জ্ঞাপন, ক্ষতিপুরন দাবী, স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবীর সমর্থন। পাকিস্তানী ও মার্কিন সৈন্য যাতে প্রদেশে অবতরন করতে না পারে সে বিষয়ে খেয়াল রাখা। সভা শেষে তিনি এক গায়েবানা জানাজায় ইমামতি করেন।
নোটঃ ১ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত মওলানা ভাসানী মাত্র ১২ ঘণ্টা ঢাকা অবস্থান করেন। এদিনের পর তিনি টাঙ্গাইল ময়মনসিংহ, চাদপুর, চট্টগ্রাম সফরে ছিলেন। ফেরার পথে ২৪ তারিখে ঢাকার ভিতর দিয়েও সন্তোষ গেলে ঢাকায় অবস্থান করেননি।