You dont have javascript enabled! Please enable it! 1971.03.08 | ৮ মার্চ ১৯৭১ | ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে বেতার অনুষ্ঠান শুরু | তাজউদ্দীন আহমদ এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘোষিত নির্দেশের ব্যাখ্যা প্রদান | ছাত্রলীগের বিবৃতি | ছাত্র ইউনিয়ন কর্তৃক ৭ মার্চের ঘোষণাকে অভিনন্দন | সকল কর্মচারী ইউনিয়ন কর্তৃক শেখ মুজিবের নির্দেশ মেনে চলার ঘোষণা | কেএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদিন শেখ মুজিবের ৭ মার্চ ঘোষণার প্রতি সমর্থন  - সংগ্রামের নোটবুক

বেতার 

সকাল সাড়ে আটটায় ঢাকা বেতার কেন্দ্র থেকে রেসর্কোস ময়দানে প্রদত্ত শেখ মুজিবের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়। প্রদেশের অন্যান্য বেতার কেন্দ্র থেকেও তা রিলে করা হয়।

তাজউদ্দীন আহমদ এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘোষিত নির্দেশের ব্যাখ্যা প্রদান

রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘোষিত নির্দেশের ব্যাখ্যা প্রদান করেন। এতে বলা হয় : ব্যাংকসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংকগুলো বাংলাদেশের ভেতরে নগদ জমা, বেতন ও মজুরী প্রদান, এক হাজার টাকা পর্যন্ত প্রদান এবং আন্তব্যাংক ক্লিয়ারেন্স ও নগদ লেনদেন করতে পারবে।
স্টেট ব্যাংক বা অন্য কোন অবস্থাতেই বাংলাদেশের বাহিরে অর্থ প্রেরন করা যাবে না। ‍স্টেট ব্যাংক খোলা থাকবে অন্যান্য ব্যাংকের কার্যক্রম চালানোর জন্য অন্য কোন কাজের জন্য নয়।
বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় বিভাগগুলো খোলা থাকবে। সার সরবরাহ ও পাওয়ার পাম্পের ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে।
পোস্ট অফিস সেভিংস ব্যাংক খোলা থাকবে।
পানি ও গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
আরও কয়েকটি ক্ষেত্রে অব্যাহতি ঘোষণা করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ পৃথক আরেকটি বিবৃতিতে সামরিক শাসন কর্তৃপক্ষ প্রদত্ত প্রেসনোটের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রেসনোটে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে বলা হয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ক্ষেত্রেই গুলিবর্ষণ করা হয়েছে বলে কথিত বক্তব্য সত্যের অপলাপ। নিজেদের অধিকারের সপক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত নিরস্ত্র বেসামরিক অধিবাসীদের ওপরই নিশ্চিতভাবে গুলি চালানো হয়েছে। পুলিশ ও ইপিআর গুলিবর্ষণ করেছে বলে যে প্রচারণা করা হয়েছে তা বাঙালিদের মধ্যে ভুলবোঝাবুঝির সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে।

ছাত্রলীগের বিবৃতি 

ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ এবং ডাকসুর সহ-সভাপতি আ.স.ম. আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলার বর্তমান মুক্তি আন্দোলনকে ‘স্বাধীনতা আন্দোলন’ ঘোষণা করে স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানের ঐতিহাসিক জনসভায় যে প্রত্যক্ষ কর্মসূচি ঘোষণা করেছেন আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য বাংলার সংগ্রামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।

ছাত্র ইউনিয়ন কর্তৃক ৭ মার্চের ঘোষণাকে অভিনন্দন

ছাত্র ইউনিয়ন শেখ মুজিবের ৭ মার্চের ঘোষণাকে অভিনন্দন জানিয়ে বলেছে তার দাবী ন্যায় সঙ্গত ও সঠিক বলে অভিমত প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন বাংলার মানুষ ও ছাত্র সমাজের আশু লক্ষ্য হল এ সকল দাবী আদায় করা এবং সে জন্য বৃহৎ সংগ্রামের প্রস্তুতি নেয়া। তারা দল মত নির্বিশেষে পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার জন্য ছাত্র সমাজের প্রতি আহবান জানান। তারা ইয়াহিয়ার ৫ মার্চের ভাষণের কঠোর নিন্দা করেন।

সকল কর্মচারী ইউনিয়ন কর্তৃক শেখ মুজিবের নির্দেশ মেনে চলার ঘোষণা 

সকল সরকারী আধা সরকারী কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্মচারী ইউনিয়ন এর ৯৮ জন কর্মকর্তা এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন তারা ৭ মার্চের ঘোষণার প্রেক্ষিতে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে শেখ মুজিবের নির্দেশ মেনে চলবেন এবং প্রয়োজনে জীবন বিসর্জন দিবেন। সভা শেষে তারা সকল কর্মচারী ইউনিয়ন সমন্বয়ে দি কোঅর্ডিনেশন কাউন্সিল অব এসোসিয়েশন ইউনিয়ন অব দা পাবলিক এমপ্লয়িজ নামে সংগঠন গড়ে তোলা হয়।

কেএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদিন শেখ মুজিবের ৭ মার্চ ঘোষণার প্রতি সমর্থন 

কেএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদিন শেখ মুজিবের ৭ মার্চ ঘোষণার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন এববগ জনগনের প্রতিনিধিদের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহবান জানান। শেখ মুজিবের সকল নির্দেশ পালনের জন্য দলীয় কর্মীদের প্রতি আহবান জানান।
খান সবুর
কাইউম মুসলিম লীগ প্রাদেশিক সভাপতি খান আব্দুস সবুর এক বিবৃতিতে শেখ মুজিবের ৭ মার্চ এর ভাষণের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্ট এর প্রতি আহবান জানান। তিনি বলেন ২৫ মার্চ এর অধিবেশনে যোগদানের ব্যাপারে শেখ মুজিবের ৪ দফা দাবীর তিন দফা সহজেই পূরণ সম্ভব। সামরিক আইন প্রত্যাহারে অসুবিধা হলে ভারত শাসন আইন ১৯৩৫ সংশোধন করে শাসনতন্ত্রের অভাব পুরন করা যেতে পারে। তিনি বলেন ভবিষ্যতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের পরিস্থিতির জন্য পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল দায়ী হবে।

বেতার টেলিভিশন শিল্পী

বেতার টেলিভিশন শিল্পী সমিতি বলেছেন বাংলার আন্দোলনের সাথে রেডিও টেলিভিশন অনুকুল হলে আগামী ১০ মার্চ থেকে তারা রেডিও টেলিভিশনের অনুষ্ঠানে যোগ দিবেন।

ইসলামী ছাত্র সংঘ কর্তৃক অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান 

ইসলামী ছাত্র সংঘের প্রাদেশিক সভাপতি নুরুল ইসলাম এক বিবৃতিতে প্রদেশের সঙ্কট নিরসনে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন যতই ক্ষমতা হস্তান্তর বিলম্ব হবে ততই পরিস্থিতি খারাপের দিকে যাবে। তিনি গত কয়েকদিনে নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আহবান জানান।
স্বাধীন বাংলা আন্দোলন সমন্বয় কমিটি
আগামীকালের সভায় যোগদানের জন্য মওলানা ভাসানী সন্তোষ থেকে ঢাকা এসেছেন। আগামীকালের সভায় আরও বক্তব্য দিবেন আতাউর রহমান এবং মশিউর রহমান।
(নোটঃ ৯ মার্চ এর সভাকে প্রায় সবাই ন্যাপ ভাসানীর সভা বলে প্রচার করেন প্রকৃত পক্ষে তা তিন দলের সভা ছিল। মওলানা এ সভার পর ঢাকা ত্যাগ করেন)