You dont have javascript enabled! Please enable it! 1971.03.06 | ৬ মার্চ ১৯৭১ | ভুট্টো আওয়ামী লীগের সাথে আলোচনা করতে রাজি | এয়ার মার্শাল আসগর খান শেখ মুজিবের সাথে ধানমন্ডিস্থ বাসভবনে ২য় সাক্ষাৎ | শেখ মুজিব যোগ না দিলে আমার দলও শীর্ষ সম্মেলনে যোগ দিবে না - মুফতি মাহমুদ | শেখ মুজিবের দেশ-শাসনের বৈধ অধিকার রয়েছে - এয়ার মার্শাল নূর খান | খান আবদুল কাইয়ুম খান কর্তৃক ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত অভিনন্দিত | ইয়াহিয়া খানকে অবিলম্বে পূর্ব পাকিস্তান সফরে যাওয়ার অনুরোধ করেছেন নওয়াবজাদা শের আলী খান | মওলানা নূরানি ও মিয়া মমতাজ দৌলতানা কর্তৃক প্রেসিডেন্ট এর বেতার ভাষণকে অভিনন্দন - সংগ্রামের নোটবুক

ভুট্টো আওয়ামী লীগের সাথে আলোচনা করতে রাজি

পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে বলেন দফা কর্মসূচীতে যদি কোন রদবদলের অবকাশ না থাকে তবে আমরা আওয়ামী লীগের সাথে ভবিষ্যৎ শাসনতন্ত্রের প্রকৃতি নিয়ে আলোচনা করতে রাজি আছেন। তিনি বলেন তার দল ২৫ তারিখের অধিবেশনে যোগ দিতে রাজি আছে। তিনি বলেন আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি এখন যদি পরিষদে কোন অসুবিধা সৃষ্টি হয় আমরা দায়ী থাকব না। শাসনতন্ত্র এলএফও অনুযায়ী হবে কিনা বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দল জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করছে এমন অভিযোগ তিনি প্রত্যাখ্যান করে বলেন তার দল পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ এবং পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে সরকার গঠনের দাবীদার একটি রাজনৈতিক দল। পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তিনি বলেন ইহা অত্যন্ত বেদনাদায়ক এবং এতে আমরা দুঃখিত

এয়ার মার্শাল আসগর খান শেখ মুজিবের সাথে ধানমন্ডিস্থ বাসভবনে ২য় সাক্ষাৎ

গন ঐক্যজোট তেহরিকই ইস্তেকলাল প্রধান এয়ার মার্শাল অব আসগর খান শেখ মুজিবের সাথে ধানমন্ডিস্থ বাসভবনে ২য় সাক্ষাৎ করেন। তিনি মুজিবের সাথে ৩০ মিনিট আলোচনা করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি পরিস্থিতি রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি বাকী খবর আগামীকাল শেখ সাহেবের জনসভার ভাষণে জানতে পারবেন।

মুফতি মাহমুদ – শেখ মুজিব যোগ না দিলে আমার দলও শীর্ষ সম্মেলনে যোগ দিবে না

হাজারভি গ্রুপ জমিয়ত সাধারন সম্পাদক মুফতি মাহমুদ মুলতানে সাংবাদিক সম্মেলনে বলেছেন শীর্ষ বৈঠক অভিনন্দন যোগ্য হলেও আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান তাহাতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেওয়ায় তার দলও শীর্ষ সম্মেলনে যোগ দিবে না। তিনি বলেন শেখ মুজিব যাতে সম্মেলনে অংশ নিতে পারেন সে জন্য অনুকুল পরিবেশ সৃষ্টির জন্য প্রেসিডেন্ট এর পদক্ষেপ নেয়া উচিত। তিনি বলেন শেখ মুজিব এরুপ সম্মেলনে অংশ না নিলে এরূপ শীর্ষ সম্মেলন আদৌ অনুষ্ঠিত হবে কিনা সন্দেহ আছে।

এয়ার মার্শাল নূর খান – শেখ মুজিবুর রহমানের দেশ-শাসনের বৈধ অধিকার রয়েছে

লাহোরে কাউন্সিল মুসলিম লীগ নেতা এয়ার মার্শাল নূর খান এক সাক্ষাৎকারে বলেন, শেখ মুজিবুর রহমানের দেশশাসনের বৈধ অধিকার রয়েছে। ক্ষমতা হস্তান্তরের সব বাধা অবিলম্বে দূর করতে হবে। এখনও দফা সংক্রান্ত বিরোধ সমুহ নিস্পত্তি করা সম্ভব। প্রেসিডেন্টের বেতার ভাষণে পরিস্থিতি অবনতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর দোষারোপ করায় নূর খান দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন উপদেষ্টা এবং আমলারা পরিস্থিতির অবনতি সাধনে দুঃখজনক ভুমিকা গ্রহন করছেন। তিনি বলেন আসল বিরোধ দফা নয় ক্ষমতার ভাগাভাগি। তিনি বলেন বুত্ত আমলা উপদেষ্টারা ক্ষমতার ভাগাভাগিতে নিজেদের প্রাপ্তি যোগের প্রশ্নে উদ্বিগ্ন রয়েছেন। তিনি বলেন আওয়ামী লীগে অনেক রাজনৈতিক অর্থনৈতিক বিশেষজ্ঞ আছেন তাই আওয়ামী লীগকে সবকিছুতে বুঝিয়ে রাজী করানো উচিত।

খান আবদুল কাইয়ুম খান কর্তৃক ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত অভিনন্দিত

পেশোয়ারে পাকিস্তান মুসলিম লীগ প্রধান খান আবদুল কাইয়ুম খান ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত অভিনন্দিত করে বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পিডিপি প্রধান নবাবজাদা নসরুল্লাহ খান কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দৌলতানা ইয়াহিয়া খানের ঘোষনাকে স্বাগত জানান

ইয়াহিয়া খানকে অবিলম্বে পূর্ব পাকিস্তান সফরে যাওয়ার অনুরোধ করেছেন নওয়াবজাদা শের আলী খান

সাবেক তথ্যমন্ত্রী নওয়াবজাদা শের আলী খান শেখ মুজিব পূর্ব পাকিস্তানের অন্যান্য নেতাদের সাথে মিলিত হওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে অবিলম্বে পূর্ব পাকিস্তান সফরে যাওয়ার অনুরোধ করেছেন। যে পরিস্থিতিতে শেখ মুজিব প্রেসিডেন্ট আহুত গোল টেবিল বৈঠকে যোগদানের আমন্ত্রন প্রত্যাখ্যান করেন সেই উদ্ভূত পরিস্থিতির জন্য তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একজন খাটি মুসলমান এবং পাকিস্তান আন্দোলনে তার অতীত ভুমিকার প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান দেশের সার্বভৌমত্ব ইসলামের পতাকা সমুন্নত রাখবেন বলে তিনি গভীর আশা প্রকাশ করেন। পাকিস্তানের আদর্শ এবং দেশ রক্ষার দায়িত্ব এখন শেখ সাহেবের উপরই বেশী করে বর্তিয়েছে কারন তিনিই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা।

মওলানা নূরানি কর্তৃক প্রেসিডেন্ট এর বেতার ভাষণকে অভিনন্দন

শিয়ালভি গ্রুপ জমিয়ত প্রধান মওলানা শাহ আহমেদ নূরানি প্রেসিডেন্ট এর বেতার ভাষণকে অভিনন্দন জানিয়েছেন।

নসরুল্লাহ খান

পাকিস্তান পিডিপি প্রধান নবাবজাদা নসরুল্লাহ খান ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহবান কে অভিনন্দন জানিয়েছেন

মিয়া মমতাজ দৌলতানা কর্তৃক ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত অভিনন্দিত

কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দৌলতানা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহবানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন শেখ মুজিবের উচিত এখন সংযম দেখানো মহৎ হৃদয়ের পরিচয় দেয়া