৫ মার্চ ১৯৭১ঃ একনজরে এদিন
আন্দোলন ৫ম দিনে
৫ম দিনের মত হরতাল পালনকালে টঙ্গীতে ২০ হাজার লোক বিক্ষোভ করে। তারা গত কয়েকদিনে নিহতদের গায়েবানা জানাজা শেষে এলাকা ত্যাগ করে। পরে বিষয়টি জানাজানি হলে একদল শ্রমিক মেঘনা টেক্সটাইলের দিকে অগ্রসর হতে থাকে। মিলের কাছাকাছি পৌছলে সশস্ত্রবাহিনীর সদস্যদের গুলিতে টঙ্গী শিল্প এলাকায় ৪ জন শ্রমিক শহীদ হন এবং ২৫ জন শ্রমিক আহত হন। নিহতদের দুজন চান্দা ব্যাটারির, একজন তিস্তা সিগারেট কোম্পানির এবং একজন অলিম্পিয়া টেক্সটাইলের শ্রমিক। মেঘনা টেক্সটাইলের নিরাপত্তা অফিসার এক্সচেঞ্জ থেকে কাঙ্ক্ষিত লাইন না পাওয়াকে কেন্দ্র করে টেলিফোন অপারেটরকে প্রহার করেন।
চট্টগ্রামে পোর্ট ট্রাস্ট উত্তর কলোনিতে ৪ জন নিহত হয়েছে এবং আগের আহত দের মধ্য হতে ১৪ জন নিহত হয়েছে। চট্টগ্রামে ৫ দিনে ১৩৮ জন নিহত হয়। এদিনে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি আহত ২২১ জন। এদিন পিআইএ এর কোন ফ্লাইট আসেনি এবং যায়নি।
শেখ মুজিবের স্বাধিকার আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে বিকেলে লেখক সংঘ, কবি-সাহিত্যিক ও শিক্ষকবৃন্দ মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন। ছাত্রলীগ ও ডাকসুর উদ্যোগে বায়তুল মোকাররম থেকে মিছিল বের হয়। ছাত্র ইউনিয়ন শহীদ মিনারে সমাবেশ করে। শ্রমিক লীগ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
সন্ধ্যায় সরকারিভাবে ঘোষনা করা হয়, আজ ঢাকায় সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে।
তাজউদ্দিন আহমদ
রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর সিলেটসহ বাংলাদেশের অন্যান্য স্থানে মিলিটারির বুলেটে নিরীহ-নিরস্ত্র মানুষ, শ্রমিক কৃষক ও ছাত্রদের হত্যা করা হচ্ছে। নির্বিচারে নিরস্ত্র মানুষকে এভাবে হত্যা করা মানবতার বিরুদ্ধে অপরাধ ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন সারা দেশ থেকে হাজার হাজার হতাহতের খবর আসছে সশস্র বাহিনীর এই গর্হিত আচরনের তীব্র নিন্দা জানাই। সশস্র বাহিনীর দায়িত্ব হচ্ছে বহিঃ শত্রুর হামলার মোকাবেলা করা নিরস্র দেশবাসীর উপর নয়। তিনি অবিলম্বে নিরশ্র দেশবাসীর উপর হামলা বন্ধের দাবী জানান। বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের উপনিবেশ ও বাজার হিসাবে শোষণ করার গুঢ় রাজনৈতিক মতলবেই ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
তোফায়েল আহমদ
এগার দফা আন্দোলনের অন্যতম নেতা তোফায়েল আহমদ ৭ মার্চ রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি রিলে করার জন্য ঢাকা বেতার কেন্দ্রের প্রতি আহ্বান জানান।
শহীদ মিনারে ছাত্রসমাবেশে মতিয়া চৌধুরী
ছাত্র ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশে মতিয়া চৌধুরী বলেন স্বাধিকার অর্জনে ৭ মার্চের পর ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে এ আন্দোলনের রুপ হবে ভিয়েতনাম লাওস কম্বোডিয়ার মুক্তি আন্দোলনের ন্যায়। তিনি বলেন বাংলার মুক্তি আন্দোলন দীর্ঘস্থায়ী আন্দোলনে রূপান্তর হতে পারে। তিনি বাংলার মানুষকে এই দীর্ঘস্থায়ী আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান। গ্রাম ও শহরে সর্বদলীয় সংগ্রাম কমিটি গড়ে তোলা এবং এই কমিটির সহিত যোগাযোগ রক্ষা করে আন্দোলন গড়ে তুলতে হবে। নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্তে অনুষ্ঠিত এ জনসভায় প্রখ্যাত লেখক সত্তেন সেন বক্তৃতা করেন।
পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া
জমিয়তে ওলামায়ে ইসলামের প্রাদেশিক সভাপতি পীর মহসেন উদ্দিন দুদু মিয়া এক বিবৃতিতে বলেন সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিদের মতামতকে উপেক্ষা করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে এবং পার্লামেন্টারি সভা ডেকে দেশবাসীর রায়ের প্রতি অবমাননা করেছেন। তিনি বলেন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে জনগনের অধিকার ক্ষুন্ন করেছেন এবং কায়েমি স্বার্থবাদীমহলের পক্ষে স্বার্থ রক্ষা করে চলেছেন। তিনি ইয়াহিয়াকে হুশিয়ার করে বলেন মেশিন গানের গুলি দ্বারা সাত কোটি বাঙ্গালীর স্বাধিকার আদায়ের দাবীকে দাবিয়ে রাখা যাবে না। তিনি ৭ মার্চের পূর্বেই জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের দাবী জানান। তিনি বাঙালি জাতির এই আজাদি সংগ্রামে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করেন।
সারা প্রদেশে হতাহত প্রসঙ্গে তাজউদ্দিন আহমদ
খুলনা আওয়ামী লীগ
খুলনার দৌলতপুরে সেনা বাহিনীর গুলিতে আহত একজন আজ মারা গিয়াছে। তা ছাড়া ভৈরব নদীতে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়েছে যার গায়ে গুলী এবং বেয়নেটের আঘাতের চিহ্ন বিদ্যমান।