You dont have javascript enabled! Please enable it!

মার্চ ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তান

করাচীতে ভুট্টো

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ভুট্টো করাচীতে দুদিন ব্যাপী পিপিপি কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশের সংহতির জন্য তাঁর দল যদ্দুর সম্ভব দফার কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দফা মেনে নেয়া এবং দেশ বিচ্ছিন্ন হওয়ার মধ্যে কোন পার্থক্য আছে কি? তিনি অবশ্য যোগ করেন পিপিপি দফাকে বিচ্ছিন্নতাবাদী মনে করেনা। তিনি বলেন পরিষদে যোগদানের আগেই পরিষদের বাহিরে শাসনতন্ত্র প্রশ্নে আলোচনা হওয়া উচিত।

করাচীতে এয়ার মার্শাল (অব.) আসগর খান

গন ঐক্য ফ্রন্ট নেতা এয়ার মার্শাল (অব.) আসগর খান করাচী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দেশকে বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতা নেয়ার দুদিনের মধ্যে পরিষদে অন্তর্বর্তীকালীন শাসনতন্ত্র অতঃপর শাসনতন্ত্র প্রনয়নের জন্য গণপরিষদ আহবান করবেন।(৭২ তাই করেছিলেন) দিবেন। তিনি বলেন পাকিস্তান এক থাকবে কি থাকবে না প্রশ্নে দেশ এখন তীব্র সমস্যার সম্মুখীন এবং পাকিস্তানের সংহতি নিশ্চিত করতে হলে সরকারকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি আওয়ামী লীগের আন্দোলনে সামরিক বাহিনীর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা করেন। তিনি আরও বলেন এই হত্যাযজ্ঞ বন্ধ না করলে তিনি পূর্ব পাকিস্তানীদের আন্দোলনে যুক্ত হবেন। তিনি আগামিকাল ঢাকা রওয়ানা দিবেন এবং শেখ মুজিবের সাথে দেখা করবেন

খান আব্দুল কাইউম খান

কাইউম মুসলিম লীগ সভাপতি কাইউম খান জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট আহুত ঢাকায় আহুত জাতীয় পরিষদ সদস্যদের সম্মেলনে যোগ দেবেন। তিনি বলেন তিনি তার দলের সদস্যদের সাথে কথা বলেছেন এবং তাদের মনোভাবও একই। পরিষদে তার দলের সদস্য জন

গোলাম গাউস হাজারভী

জমিয়তে উলামা ইসলামের সভাপতি গোলাম গাউস হাজারভী বলেছেন তার দল প্রেসিডেন্ট আহুত ঢাকায় আহুত জাতীয় পরিষদ সদস্যদের সর্বদলীয় সম্মেলনে যোগ দেবে। পরিষদে তার দলের সদস্য জন।

মওলানা শাহ আহমেদ নুরাণী

জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মওলানা শাহ আহমেদ নুরাণী বলেছেন তার দল প্রেসিডেন্ট আহুত ঢাকায় আহুত জাতীয় পরিষদ সদস্যদের সর্বদলীয় সম্মেলনে যোগ দেবে। পরিষদে তার দলের সদস্য জন। তিনি বলেন ধরনের সম্মেলন অচলাবস্থা দূর করতে সহায়ক হবে।

জামাতে ইসলামী এমএনএ মওলানা গফুর

জামাতে ইসলামী এমএনএ মওলানা গফুর বলেছেন তার দল প্রেসিডেন্ট আহুত ঢাকায় আহুত জাতীয় পরিষদ সদস্যদের সর্বদলীয় সম্মেলনে যোগ দেবে। পরিষদে তার দলের সদস্য জন।

গভর্নর রিয়ার এডমিরাল আহসানের ঢাকা ত্যাগ

বিদায়ী গভর্নর রিয়ার এডমিরাল আহসান ঢাকা ত্যাগ করেছেন। তিনি বিমান চলাচলের অস্থিরতার কারনে তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন এবং প্রদেশবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। বিমানবন্দরে আহসানকে বিদায় জানান নতুন গভর্নর সাহেবজাদা ইয়াকুব খান। আহসানের বিদায়ে সাংবাদিক ইউনিয়ন সভাপতি আলী আশরাফ আহসানকে বিদায় শুভেচ্ছা জানান

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!