৩ মার্চ ১৯৭১ঃ প্রেসিডেন্ট সর্বদলীয় সভা আহ্বান করেছেন
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আগামী ১০ মার্চ সর্বদলীয় (১২ নেতার) সভা আহ্বান করেছেন। সংসদে প্রতিনিধিত্ব আছে এমন সব দলের প্রধানকে আমন্ত্রন জানানো হলেও জামাতে ইসলামীর পক্ষে এমএনএ অধ্যাপক গফুরকে এবং কনভেনশন মুসলিম লীগের ফজলুল কাদের চৌধুরীর পরিবর্তে রহীম ইয়ার খান থেকে নির্বাচিত এমএনএ মোহাম্মদ জামাল কোরিজাকে এবং উপজাতীয় দুজন এমএনএ মেজর জেনারেল অবঃ জামাল দার এবং মালিক জাহাঙ্গির খানকে আমন্ত্রন জানানো হয়েছে।
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান তাৎক্ষণিক ভাবে উক্ত আমন্ত্রন প্রত্যাখ্যান করেছেন।
গাউস বক্স বেজেনজো
বেলুচিস্তান ন্যাপ এর এমএনএ গাউস বক্স বেজেনজো ঢাকা থেকে ফিরে করাচীতে সাংবাদিক সম্মেলনে বলেন ১ মার্চ পরিষদের অধিবেশন স্থগিত হওয়ায় পিপিপি জনগন হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার হাত হতে অলৌকিক ভাবে রক্ষা পেয়েছে। পিপিপির বর্জন সত্ত্বেও তার দলের কয়েকজন সহ ২৫–২৬ জন এমএনএ ঢাকা পৌঁছেছিলেন এবং আরও অনেকে যোগ দিতে ইচ্ছুক ছিলেন।