You dont have javascript enabled! Please enable it!
৩ মে ১৯৭১ | আজ চারিদিকে পাকিস্তানের প্রোগ্রেস
আজ ভুট্টো বলেছে, দেশের একাংশে সামরিক আইন বলবৎ রেখে অপরাংশে ক্ষমতা হস্তান্তর করা যেতে পারে। [1] একই দিনে ভুট্টোকে দল থেকে বহিষ্কার করে পিপিপি ভাঙ্গেন আহমেদ খান কাসুরি। [2] জানা যায় পাকিস্তান আর্মি বাঙালী পুরুষ লোকদের ধরে হাসপাতালে এনে বন্ধ্যা করে দিচ্ছে। বাঙালী বিনাশে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। [3] কবি সুফিয়া কামালকে জোর করে রেডিওতে পাকিস্তানের পক্ষে বিবৃতি দিতে বলা হয়। [4] পাকিস্তান ন্যাশনাল লীগের সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান ভারতকে মোকাবেলায় পাকিস্তান আর্মিকে সাহায্য করার জন্য জনগনের প্রতি আহ্বান জানান। [5] এদিকে পাকিস্তান আর্মি ৭ জন ছাত্রনেতাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়। এরা হচ্ছেন –
১. ডাকসুর সহ-সভাপতি আ.স.ম আবদুর রব
২. ডাকসুর সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন
৩. ছাত্র লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী
৪. ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ
৫. খায়রুল আনাম খসরু
৬. মোস্তফা মহসিন মন্টু
৭. সেলিম মহসিন।(মোস্তফা মহসিন মন্টুর ভাই) [6] পরে এদের ১৪ বছর কারাদণ্ড দেয়া হয়। [7]
আজ পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ পার্বত্য চট্টগ্রাম সফর করেন। [8] শান্তি কমিটির উদ্যোগে খুলনায় ইস্টার্ন জুট মিল ও খুলনা টেক্সটাইল মিলস প্রাঙ্গনে দুটি শ্রমিক সভায় সবুর খান বলেন, আমাদের বীর সেনাবাহিনী ভারতীয় চরদের নির্মূল অভিযানে ব্যাস্ত আছে। [9] তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতের সমালোচনা করেন। [10] সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি যুক্তরাষ্ট্রের সিনেটে বাংলাদেশের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আবেদন জানান। [11] টাইম ম্যাগাজিন আজ “মৃতের শহর ঢাকা” নামে একটি আর্টিকেল ছাপায় যেখানে একাত্তরের গণহত্যার (সিনেসাইড) প্রমাণ মেলে। [12]
 
:::::::::::
প্রতিটি তথ্যের বিস্তারিত দেখতে রেফারেন্সের লিংক থেকে পড়ুন।
Primary research and archived by Salah Uddin
Assimilated by Dr Razibul Bari
:::::::::::
 
References:
[1] “৩ মে ১৯৭১ঃ লাহোরে জুলফিকার আলী ভুট্টো | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56459 (accessed May 03, 2020).
[2] “৩ মে ১৯৭১ পিপিপি তে ভাঙন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10584 (accessed May 03, 2020).
[3] “বাঙালি-বিনাশ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/29400 (accessed May 03, 2020).
[4] “৩ মে ১৯৭১ঃ রেডিও পাকিস্তানে সুফিয়া কামালের বক্তব্য প্রচার | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56445 (accessed May 03, 2020).
[5] “৩ মে ১৯৭১ঃ শাহ আজিজুর রহমান | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56446 (accessed May 03, 2020).
[6] “৩ মে ১৯৭১ঃ সাতজন ছাত্র নেতাকে উপ-সামরিক আইন প্রশাসকের সামনে হাজির হবার নির্দেশ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56449 (accessed May 03, 2020).
[7] “৩ মে ১৯৭১ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10580 (accessed May 03, 2020).
[8] “৩ মে ১৯৭১ঃ জেনারেল হামিদের পার্বত্য চট্টগ্রাম সফর | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56475 (accessed May 03, 2020).
[9] “৩ মে ১৯৭১ঃ খুলনায় সবুর খান বলেন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56460 (accessed May 03, 2020).
[10] “৩ মে ১৯৭১ | তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতের সমালোচনা | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10589 (accessed May 03, 2020).
[11] “৩ মে ১৯৭১ঃ অ্যাডওয়ার্ড কেনেডি | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56461 (accessed May 03, 2020).
[12] “টাইম, ৩ মে ১৯৭১ মৃতের শহর ঢাকা | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/6485 (accessed May 03, 2020).

(dpa) – Pakistani Prime Minister Zulfikar Ali Bhutto, pictured in Bonn, Germany, 20 February 1976. | usage worldwide (Photo by Heinrich Sanden/picture alliance via Getty Images)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!