You dont have javascript enabled! Please enable it!

১ মে ১৯৭১| উত্তপ্ত ইংল্যান্ড | উন্মত্ত পাকিস্তান আর্মি

ভুট্টো আজ বলেছে, আপাতত ক্ষমতা নেবার ইচ্ছা নাই। আগে চাই পাকিস্তান রক্ষা। [1]  পাকিস্তান ক্রিকেট দল আজকে লন্ডনে তাদের প্রথম ম্যাচ খেলতে গেলে বাঙালীরা বাধা দেয়। কেউ কেউ টিকেট কেটে ভেতরে ঢুকে কালো পতাকা দেখায় এবং মাঠে বল ছুঁড়ে মারে। [2] এছাড়া যুক্তরাজ্য প্রবাসী বামদল ও মাওপন্থী বাঙালীরা আলাদাভাবে পাকিস্তান বিরোধী মিটিং করে। [3] শুধু তাই নয়, আজ ব্রিটিশ পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা পাকিস্তানকে সাহায্য দেয়া বন্ধের জন্য লিখিত আবেদন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে। [4] পাকিস্তান আর্মি ঢাকায় বুলডোজার দিয়ে শহীদমিনার আর পাশের মসজিদ গুড়িয়ে দেয়। [5] মুজবনগর গুড়িয়ে দেবার জন্য পাকিস্তান আর্মির বেশ কয়েকটি যুদ্ধ হয়। [6] পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ পিলখানা পরিদর্শন করেন। [7] শরনার্থী শিবিরের অবস্থা করুণ। আজ নায়িকা কবরীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়। তিনি শরনার্থী হিসেবে ১৩ এপ্রিল চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ১৫ তারিখে আগরতলায় পৌঁছেন। [8] পাকিস্তানী বর্বরতার অনেক খবর শরনার্থীদের থেকে জানা যায়। [9] ভারতের শিল্পমন্ত্রী আজ আগরতলার শরণার্থী শিবির পরিদর্শন করেন। [10] ময়মনসিংহ থেকে নির্বাচিত সদস্য সৈয়দ বদরুজ্জামান আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ করে ইয়াহিয়া এবং টিক্কা খানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন। [11] উপরের আলোচনায় দেখা যাচ্ছে, বিদেশের মাটিতে বাংলাদেশ ইস্যু আলোড়ন সৃষ্টি করছে। আমাদের আন্তর্জাতিক সমর্থন বাড়বে কিনা এখনো বোঝা যাচ্ছেনা। যুদ্ধের বড় কোন খবর নাই। পাকিস্তান ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। স্বাধীন বাঙলায় রক্ত ঝরছে। কতদিন এভাবে চলবে জানিনা। তবে বাঙালী তার দেশকে শত্রুমুক্ত করতে পারবে কিনা তা নিয়ে অনেকেই এখনো কনফিউজড। আগামীকালের জন্য অপেক্ষা।

:::::::::::
প্রতিটি তথ্যের বিস্তারিত দেখতে রেফারেন্সের লিংক থেকে পড়ুন।
Assimilated by Dr Razibul Bari
:::::::::::

References:

[1]      “১ মে ১৯৭১ঃ শেখপুড়ায় জুলফিকার আলী ভুট্টো | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56381 (accessed May 01, 2020).

[2]      “১ মে ১৯৭১ঃ উরসেসটারে পাকিস্তানের প্রথম ক্রিকেট ম্যাচে বাঙ্গালীদের বিক্ষোভ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56380 (accessed May 01, 2020).

[3]      “পাকিস্তান সমর্থক ও মাওপন্থী বাঙালি | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/45960 (accessed May 01, 2020).

[4]      “১ মে ১৯৭১ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার আলেক ডগলাস-হিউমের কাছে লিখিত পত্র | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/45908 (accessed May 01, 2020).

[5]      “১ মে ১৯৭১ঃ শহীদ মিনার ধ্বংস | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56398 (accessed May 01, 2020).

[6]      “মুজিবনগর অঞ্চলের কয়েকটি যুদ্ধ-তৎপরতা | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/58362 (accessed May 01, 2020).

[7]      “১ মে ১৯৭১ঃ জেনারেল হামিদের পিলখানা সফর | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56382 (accessed May 01, 2020).

[8]      “কবরী সেখানকার সবচেয়ে নামী এবং সবচেয়ে দামী চিত্রাভিনেত্রী | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/33066 (accessed May 01, 2020).

[9]      “বাংলাদেশ থেকে পলায়মান নর-নারীদের উপর পাকিস্তানী বর্বরতার | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/33069 (accessed May 01, 2020).

[10]    “১ মে ১৯৭১ঃ ভারতের শিল্পমন্ত্রী মইনুল হক চৌধুরী আগরতলার শরণার্থী শিবির পরিদর্শন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56406 (accessed May 01, 2020).

[11]    “১ মে ১৯৭১ সৈয়দ বদরুজ্জামান আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ করে ইয়াহিয়ার প্রতি সমর্থন প্রকাশ করেন। | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/10556 (accessed May 01, 2020).

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!