You dont have javascript enabled! Please enable it! 1971.04.30 | শত্রুপক্ষ আরও বেশী প্রস্তুত। ভারতের অফিসিয়াল যাত্রা শুরু। - সংগ্রামের নোটবুক

৩০ এপ্রিল ১৯৭১ | শত্রুপক্ষ আরও বেশী প্রস্তুত। ভারতের অফিসিয়াল যাত্রা শুরু।

::::::::::::::::::::::::::::::

আজ ভারত অফিসিয়ালি বাংলাদেশকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং বিভিন্ন পদে নিয়োগ দেয়। মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে এই ঘটনা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। [1] পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ এবং নিয়াজি মিলে সকালে নাটোর, রাজশাহী, দিনাজপুর ও রংপুর সফর করেন। [2] রংপুরে পাকিস্তানি সৈন্যরা বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করেছে বলে জানা যায় এবং অনেক কোরআন শরিফ পুড়ে যায়। [3] দেশবাসীকে ৩০ জুনের মধ্যে বকেয়া খাজনা পরিশোধ করতে বলা হয়। [4]  গত ২ দিনের মত আজ খুলনা, রংপুর, কুমিল্লায় রাজাকাররা মিছিল ও শোডাউন করে। [5] ভারতে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়। [6] ওসমানী জরুরি কাজে রামগড় সফর করেন। [7] এদিকে পশ্চিমবঙ্গে শরনার্থীর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে বলে দাবী করা হয়। [8]  কোলকাতায় পাকিস্তানী কূটনীতিকরা এখনো গৃহবন্দী। [9] অতএব আজকের ঘটনা পর্যালোচনাতেও দেখা যায় যে পাকিস্তান ও তাদের দোসররা একশন আরও জোরালো করেছে। তবে ভালো খবর হচ্ছে ভারতও বসে নেই। অফিসিয়ালি পূর্ব পাকিস্তানের বিষয় দেখভাল করার জন্য তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ভাগ্যে কী আছে জানিনা। তবে আজকের অবস্থা ফিফটি-ফিফটি। দেখা যাক কাল কী হয়।

:::::::::::
প্রতিটি তথ্যের বিস্তারিত দেখতে রেফারেন্সের লিংক থেকে পড়ুন।
Assimilated by Dr Razibul Bari
:::::::::::

ছবি – গেরিলারা ট্রেনিং নিচ্ছে।

::::::::::::

References:

[1]      “৩০শে এপ্রিল ১৯৭১ঃ মুক্তিযুদ্ধে ভারত সরকারের সহায়তা শুরু | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56086 (accessed May 01, 2020).

[2]      “৩০ এপ্রিল ১৯৭১ঃ জেনারেল হামিদের উত্তরাঞ্চল পরিদর্শন | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56096 (accessed May 01, 2020).

[3]      “পবিত্র কোরান পুড়ছে | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/29382 (accessed May 01, 2020).

[4]      “২৯ এপ্রিল বৃহস্পতিবার-৩০ এপ্রিল শুক্রবার ১৯৭১ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/40270 (accessed Apr. 29, 2020).

[5]      “৩০ এপ্রিল ১৯৭১ঃ রংপুরে দালালদের সমাবেশ ও মিছিল | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56093 (accessed May 01, 2020).

[6]      “ভারতে চট্টগ্রামের মুক্তিযােদ্ধাদের প্রশিক্ষণ | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/61807 (accessed May 01, 2020).

[7]      “৩০ এপ্রিল ১৯৭১ঃ কর্নেল ওসমানীর রামগড় সফর | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56105 (accessed May 01, 2020).

[8]      “শরণার্থীর সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/33064 (accessed May 01, 2020).

[9]      “৩০ এপ্রিল ১৯৭১ঃ কলকাতায় পাকিস্তানী কূটনীতিকরা এখনো গৃহবন্দী | সংগ্রামের নোটবুক.” https://songramernotebook.com/archives/56099 (accessed May 01, 2020).