শেখ জামালের জন্ম ১৯৫৪ সালে নয়। অবশ্যই তার আগে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সম্পাদিত “Secret documents of Intelligent Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman” বইয়ের volume III এর শুরুতে XXIII নং পাতায় বঙ্গবন্ধুর এই চিঠিটা ছাপা হয়েছে যার তারিখ ৫ মে ১৯৫৩। বঙ্গবন্ধু স্ত্রী রেণুর কাছে লিখেছেন, “আজ খবর পেলাম তোমার একটি ছেলে হয়েছে। তোমাকে ধন্যবাদ। … খুব ব্যস্ত। একটু পরে ট্রেনে উঠবো।” অফিসিয়ালি আমরা শেখ জামালের জন্মদিন পালন করি ২৮ এপ্রিল ১৯৫৪ তারিখটি ধরে। এই দলিলটি প্রমাণ করে অন্তত সালের তফাৎ রয়েছে। উল্লেখ্য, অফিসিয়াল বয়স কমিয়ে লেখার প্রচলন আমাদের দেশে খুব স্বাভাবিক। তথ্যটি শুধুমাত্র গবেষণার খাতিরে আলোচনায় আনা হল।