You dont have javascript enabled! Please enable it!
হোটেল পূর্বাণী
হোটেল পূর্বাণীর নামকরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি ১৯৬৪ সালে ১ দিলকুশা বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠিত বিখ্যাত একটি হোটেল। তৎকালীন আওয়ামী লীগের নীরব সমর্থক এবং তৎকালীন সরকারের এডিশনাল চিফ সেক্রেটারি এস এ সোবহান এর প্রতিষ্ঠাতা। এরপর সেভেন-আপ বোটলিং ফ্যাক্টরির মালিক আব্দুস সাত্তার এই প্রজেক্টে যুক্ত হন। তৎকালীন এলিট সমাজের কাছে এটি ছিল অত্যন্ত জনপ্রিয়। এখানে পাকিস্তানী ১১ রূপিতে বুফে লাঞ্চ খাওয়া যেত। সেসময় অস্ট্রেলিয়ার হাই কমিশন ও ফ্রেন্স এমব্যাসি এই হোটেলের টপ ফ্লোরে অবস্থিত ছিল। উত্তাল মার্চ সহ আরও অনেক রাজনৈতিক সভা এই ঐতিহাসিক হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ছবি – হোটেল পূর্বানীর মালিক – এস এ সোবহান ও পূর্বাণী হোটেল।
:::::::::::::::::::::
Hotel Purbani
Hotel Purbani, located at 1 Dilkusha Commercial Area, was build in 1964 and became the most prominent hotel of that time. S.A.Sobhan, the then Additional Chief Secretary of the government and a silent advisor of Awami League in the later years, initiated the venture. Shortly A Sattar, owner of a 7-up bottling factory, joined the project. Name of the hotel was given by Bangabandhu Sheikh Mujibur Rahman as owners were quite close to him. Elites of the city and foreigners found the hotel a good place to be. The buffet lunch at one of the restaurants of the hotel were offered at Rs.11 (Pakistani currency). The Australian High Commission and French Embassy at that time were located on top floor of the hotel. Lots of political conferences took place in this historical structure.
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!