You dont have javascript enabled! Please enable it!

ইউসুফ আবদুল্লাহ হারুন
ইউসুফ আবদুল্লাহ হারুন পাকিস্তানের জনক কায়েদে আযমের ঘনিষ্ঠ সহচর এবং সিন্ধু প্রদেশের প্রথম চিফ মিনিস্টার। পাকিস্তানের প্রথম প্রাদেশিক সাধারন নির্বাচনে মুসলিম লিগ থেকে এম এল এ ও জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। কাছাকাছি সময়ে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ থেকে এম এল এ ও জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। জাতীয় পরিষদে উভয়ে প্রায় তর্ক যুদ্ধে জড়াইয়া পরতেন। যশোরের মন্ত্রী খালেক,আতাউর রহমান,আবুল মনসুর,তর্কবাগীশরা যখন কুপোকাত হতেন তখন হারুন মুজিবের কাছে হেরে যেতেন। পৃথক নির্বাচন ব্যবস্থা নিয়ে ৫৬ সালে যখন মুসলিম লীগ আওয়ামী লীগকে রাজপথে সংসদে সরকার পতনের চূড়ান্ত সীমায় নিয়ে যায় তখন আওয়ামী সরকারকে আর ১০ মাস টিকিয়ে রেখে ছিলেন মুজিব। হারুন তখন মুজিবকে চিনে নিয়েছিলেন। আইউব সরকারের আমলে প্রেস সেন্সর নিয়ে হারুন আইউবের সাথে বিরাট যুদ্ধে লিপ্ত হন। সামরিক আইনের সময় হারুন শেখ মুজিবকে তার আলফা ইন্সুরেন্সএ ভাল বেতনে চাকুরি দেন। তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠে। আইউবের পতনের কালে আইউব হারুনকে পশ্চিম পাকিস্তানের গভর্নর করেন শুধু মুজিবকে সামলানোর জন্য। কিন্তু মুজিব হারুন বা আইউবের কোন উপকার করেননি। হারুন একাত্তরে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতনের বিরোধী ছিলেন এবং ক্ষমতা হস্তান্তরের পক্ষে ছিলেন। পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় ব্যার্থ হওয়ায় তিনি দেশ ত্যাগ করেন এবং পেন এম এয়ার লাইন্সএ চাকরি নেন। পরবর্তীতে জিয়াউল হক সরকারের দেয়া আমেরিকান রাষ্ট্র দুতের চাকরি নেন। মরনের আগে তিনি দেশে আর ফিরে আসেননি।

জিন্নাহ লিয়াকত এর সাথে ইউসুফ আব্দুল্লাহ হারুন (পিছনে কালো ফ্রেঞ্চ কাট দাড়ি)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!