ঈগল বাহিনী
যশোরে পাকিস্তানি সৈন্যরা ‘ঈগল বাহিনী’ নামে একটি নতুন বাহিনী গঠন করেছে।
বর্ষা মৌসুম শেষ হলেই মুক্তিবাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালানোর জন্য এই বাহিনী গঠন করা হয়েছে।
বিশেষভাবে প্রশিক্ষিত এই বাহিনী বাঙালী গেরিলাযোদ্ধাদের মোকাবেলায় পাকিস্তান আর্মির শক্তি বাড়াবে বলে তারা আশা করেছিলো।
In order to defeat the Bengali guerrilla fighters more conveniently, the Pakistan Army organized a new group called “Eagle Bahini” in August 1971.
Reference:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ একাদশ খণ্ড, পৃষ্ঠা ৬৭৭
সংগ্রামের নোটবুক