You dont have javascript enabled! Please enable it!

২৭ এপ্রিল ১৯৭১ | স্বাধীনতার ১ মাস শেষে।

স্বাধীনতা ঘোষণার ১ মাস পূর্ণ হল কাল। এর মধ্যেই পাকিস্তান আর্মি বাংলাদেশের ২,০০০ কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। [1] ৩০ লাখ গৃহহারা। [1]  ভারতের নদীয়া জেলা অফিস জানিয়েছে গতকাল ১২৬ টি গরুর গাড়িতে প্রায় ৬০০ নারী-শিশু আর হেঁটে এসেছে প্রায় ৮০০ মানুষ। ৭ এপ্রিল পর্যন্ত ১ লাখ ২০ হাজার শরনার্থী এসেছে তাদের জেলায়। [2] আর্মি গণহত্যা চালাচ্ছে সমানে। পঞ্চগড়ে রিলিফ দেবার কথা বলে লোক এনে সবাইকে ব্রাশ ফায়ার করে মেরেছে কাল। [3] শুধু তাই নয়, সোহরাওয়ার্দী কন্যা আখতার সোলায়মানকে দিয়ে আওয়ামী লীগ ভাঙ্গার জন্য অর্থ ও মদদ দিতে থাকে পাকিস্তান সরকার। [4] আর বাংলাদেশের ভেতরে তাদের বন্ধু হিসেবে আছে শান্তি কমিটি সহ নানান বাহিনী। “পাকিস্তান দরদী সংঘ” নামে একটি প্রতিষ্ঠান এর অন্যতম। সভাপতি এ টি সাদী আরও কিছু লোকজন নিয়ে পাকিস্তান রক্ষার মিটিং করে আজ। [5] পাবনার এম এ জায়েদীর নেতৃত্বে শান্তি কমিটিও মিছিল করে। [6] চট্টগ্রামের জামাতের আমীর ওসমান রমিজরাও বসে ছিলো না। [10] আবার ফকা চৌধুরীও কম যায়না। রেডিওতে আজ সে ঘোষণা দিয়েছে ভারতের অনুচরদের রুখে দিতে। [11] কোলকাতায় পাকিস্তানী কূটনৈতিক মেহেদী মাসুদ সহ ত্রিশজন অবাঙ্গালী পাক-কূটনৈতিককে শায়েস্তা করেছে কোলকাতার জনগণ, পুলিশ, এমনকি হোটেল কর্তৃপক্ষ। [7] তারা বুঝে গেছে কোলকাতার গরম মাটিতে তাদের ঠাই হবেনা। একটু আগে জানা গেল নিউইয়র্কে পাকিস্তানের ভাইস কন্সাল এ এইচ মাহমুদ আলী বাংলাদেশের পক্ষ নেয়ায় তাকেও বরখাস্ত করেছে পাকিস্তান। [8] কূটনীতির এই ডামাডোলে চট্টগ্রাম বসে নেই। সেখানে প্রতিরোধ যুদ্ধ চলছে। আজ প্রায় ১১০০ পাকিস্তান আর্মি আর মিজো মিলে বাঙালিদের হটিয়ে দিতে চেষ্টা করে। উভয় পক্ষে বেশ ক্ষয়ক্ষতি হয়। [9] তবে স্বাধীনতার প্রথম মাস শেষে বাংলাদেশের অবস্থা ভালো যায়নি। শত্রুরা বেশ সংগঠিত। শেষ পর্যন্ত বাংলাদেশ কি পারবে সব বাধা পেরিয়ে স্বাধীন বাঙলায় তার পতাকা ওড়াতে? দেখা যাক কাল কী হয়।

:::::::::::::::
সংশ্লিষ্ট তথ্যের ছবি, পেপার কাটিং ও বিস্তারিত পড়তে রেফারেন্সে দেয়া লিংক দেখতে পারেন।
Assimilated by Dr Razibul Bari
::::::::::::::

References:

[1]      “বাংলাদেশে দু’হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/29377. [Accessed: 27-Apr-2020].

[2]      “হাজারে হাজারে উদ্বাস্তু পশ্চিমবঙ্গে আসছে | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/33059. [Accessed: 27-Apr-2020].

[3]      “রেশনের বদলে বুলেট পঞ্চগড় | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/29374. [Accessed: 27-Apr-2020].

[4]      “২৭ এপ্রিল ১৯৭১ঃ আখতার সোলায়মানের ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাৎ | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/55897. [Accessed: 27-Apr-2020].

[5]      “২৭ এপ্রিল ১৯৭১ শেরে বাংলার মৃত্যুবার্ষিকী | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/10389. [Accessed: 27-Apr-2020].

[6]      “২৭ এপ্রিল ১৯৭১ জায়েদি | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/10386. [Accessed: 27-Apr-2020].

[7]      “কূটনৈতিক আগুনে লড়াই | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/34656. [Accessed: 27-Apr-2020].

[8]      “২৭ এপ্রিল ১৯৭১ নিউইয়র্কে পাকিস্তানের ভাইস কন্সাল এ এইচ মাহমুদ আলীকে বরখাস্ত করা হয়েছে | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/55894. [Accessed: 27-Apr-2020].

[9]      “২৭ এপ্রিল ১৯৭১ঃ প্রতিরোধ যুদ্ধ চট্টগ্রাম | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/55892. [Accessed: 27-Apr-2020].

[10]    “২৭ এপ্রিল ১৯৭১ জামাত | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/10394. [Accessed: 27-Apr-2020].

[11]    “২৭ এপ্রিল ১৯৭১ঃ ফজলুল কাদের চৌধুরীর রেডিও ভাষণ | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/55890. [Accessed: 27-Apr-2020].

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!