You dont have javascript enabled! Please enable it!

 

শিরোনাম সূত্র তারিখ
১। মুক্তিসেনাদের সাফল্য বর্ননা করে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন বাংলাদেশ আর্কাইভস মুজিবনগর জুন-আগস্ট, ১৯৭১

 

ট্রান্সলেটেড বাইAparajita Neel

<১১, ১, ৫>

 

নিউজ বুলেটিন (পাঁচ)                                ২২শে জুন ১৯৭১

 

বাংলাদেশ তথ্য ব্যুরোঃ পূর্বাঞ্চল

 

 

 

মিয়াবাজারে প্রচন্ড সংঘর্ষঃ ৫০ জন হানাদার সৈন্য নিহত

 

কুমিল্লা জেলার মিয়াবাজারে বাংলাদেশ বাহিনী হানাদার পাকসৈন্যদের ক্যাম্পের উপর আক্রমণ চালান। বাংলাদেশ বাহিনী এই আক্রমণে বোমা, মেশিনগান, রকেট নিক্ষেপ করেন। গত ১৯শে জুন উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষে প্রায় ৫০ জন পাকসৈন্য নিহত হয় এবং ১৮ জন আহত হয়। হানাদার বাহিনী এই যুদ্ধে কামান ও মর্টার ব্যবহার করে।

 

 

রেল সেতু উড়িয়ে দেয়া হয়েছে

 

কুমিল্লা জেলার লালমাইয়ে বাংলাদেশ বাহিনী গেরিলা তৎপরতা চালিয়ে বিদ্যুৎ লাইনের একটি পাইলন উড়িয়ে দিয়েছেন। গত ১৯শে জুন গেরিলা দল ডিনামাইট নিয়ে নিকটবর্তী রেল সেতুটা উড়িয়ে দিয়েছেন।

 

কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ বাহিনীর গেরিলা তৎপরতা বৃদ্ধিতে হানাদার বাহিনীর মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। কুমিল্লা জেলার মন্দভাগ এলাকায় হানাদার বাহিনিকে অতর্কিতভাবে আক্রমণ করে গেরিলা দল ৯ জন পাকসৈন্যকে হত্যা করে। গত ১৯শে জুন রাজাপুরে বাংলাদেশ বাহিনীর সাথে এক খণ্ডযুদ্ধে ১৪ জন পাকসৈন্য নিহত হয়। গত ১৮ই জুন এবং ১৯শে জুন নয়নপুরে গেরিলাদের আক্রমণে ১০ জন হানাদার সৈন্য নিহত হয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!