শিরোনাম | সূত্র | তারিখ |
১। মুক্তিসেনাদের সাফল্য বর্ননা করে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন | বাংলাদেশ আর্কাইভস মুজিবনগর | জুন-আগস্ট, ১৯৭১ |
ট্রান্সলেটেড বাইঃ Aparajita Neel
<১১, ১, ১–৫>
নিউজ বুলেটিন (পাঁচ) ২২শে জুন ১৯৭১
বাংলাদেশ তথ্য ব্যুরোঃ পূর্বাঞ্চল
নোয়াখালী রণাঙ্গণে ২৯০ জন শত্রুসেনা খতম
নোয়াখালী জেলার ফেনী মহকুমার অন্তর্গত ছাগলনাইয়া এলাকায় ফুলগাজী চানগাজীতে গত ১৭ই জুন থেকে ২০শে জুন পর্যন্ত চারদিনব্যাপী বাংলাদেশ বাহিনীর সাথে সংঘর্ষে বহু পাকসৈন্য হতাহত হয়। পরবর্তী খবর জানা গিয়েছে যে, এই রণাঙ্গনে হানাদার সৈন্যের মৃত্যুসংখ্যা ২৯০ জনে এসে দাঁড়িয়েছে। ইতিপূর্বে প্রাপ্ত প্রাথমিক খবরে এই মৃত্যুসংখ্যা ২০০ বলে উল্লেখ করা হয়েছে।