You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
শেখ মুজিবের বিচার হবে – ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে জাতিসঙ্ঘের মহাসচিবের প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ১০ আগস্ট, ১৯৭১

পররাষ্ট্রমন্ত্রী জনাব শরণ সিং, জাতিসংঘ মহাসচিব, উ থান্টকে, নিম্নলিখিত বার্তা পাঠিয়েছেন ১০ আগস্ট, ১৯৭১:

আমরা মর্মাহত এবং ক্ষোভ প্রকাশ করছি এই জন্যে যে রাওয়ালপিন্ডি ঘোষণা দিয়েছে আগামীকাল থেকে তারা শেখ মুজিবুর রহমানের বিচার আরম্ভ করতে যাচ্ছে। এই ঘোষণায় বিভিন্ন শ্রেণীগত বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সম্প্রতি তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং রাষ্ট্রদ্রোহমূলক কাজকর্মে লিপ্ত থাকার জন্যে শেখ মুজিবকে দোষী করা হচ্ছে। শেখ মুজিবুর রহমান তার জনগণের কাছে একজন অসামান্য নেতা, অনেক প্রিয় এবং অনেক সম্মানিত। ১৯৭০ সালের ডিসেম্বর মাসের নির্বাচনে তাঁর যে বিজয় হয়েছে সম্ভবত এত অতুলনীয় নির্বাচন বিশ্বের কোথাও কোনো অনুরূপ নির্বাচনে দেখা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের জনগণ, প্রেস সংসদ এবং সরকার লক্ষ্য করেছে যে পূর্ববঙ্গে পাকিস্তান সরকারের সৃষ্ট পরিস্থিতির জন্য আমাদের উপর তার প্রভাব পড়া শুরু হয়েছে। যদি পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের জীবনের উপর কোন ধরণের চরম সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের উপর তার প্রভাব আরও দশ গুন বৃদ্ধি পাবে। তাই আমরা আপনাদের কাছে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবার জন্য অনুরোধ করছি যাতে পাকিস্তান সরকার এমন কোন হটকারি সিদ্ধান্ত না নেয় যা তাদের সমস্যা আরও বাড়িয়ে দেবে এবং তাদের সাথে আমাদেরও। মুজিবের ব্যাপারে এই মুহুর্তে গৃহীত যেকোন অন্যায় পদক্ষেপ এর পরিণতি হবে খুব ভয়ানক ও বিপজ্জনক।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!