You dont have javascript enabled! Please enable it! 1972.06.26 | বাংলাদেশে গরিব কৃষকের রাজ কায়েম হবে। - বঙ্গবন্ধু - সংগ্রামের নোটবুক

“আপনাদের আমি কিচ্ছু দেবার পারবো না।
দেবো কোত্থেকে? হ্যা, এ কথা সত্য আপনাদের যত বকেয়া খাজনা
ছিল সব আমি মাফ করে দিয়েছি। দেই নাই?
আপনাদের ২৫ বিঘা পর্যন্ত খাজনা রোজকেয়ামত পর্যন্ত মাফ হয়ে গেছে,
আমি করে দিয়েছি। আপনাদের গ্রামে-গ্রামে পেস্লিপে টাকা দেওয়া হয়েছে।
আপনাদের লবণের খাজনা মাফ করে দেওয়া হয়েছে।
আমি পাবো কোথায়? আমি দেবো কোত্থেকে?
আমি তো মানুষের কাছে বাংলার স্বাধীনতা
বিক্রি করে পয়সা আনতে পারি না।
কোটি কোটি মণ খাবার আনতে হচ্ছে।

“আর একটা অসুবিধা হয়ে গেছে।
আমি ভিক্ষাটিক্ষা করে আনি, গ্রামে-গ্রামে পাঠাই,
চাটার দল এখনও বলে মাঝে মাঝে চাইটে চাইটে তাই চুরি কইরে খায়।
আমি সাবধান করে দিচ্ছি।
খবরদার গরিবের হক কেউই মেরে খাবা না।
আমি গরিবের জন্য, গরিব আমার জন্য।
বাংলাদেশে গরিব কৃষকের রাজ কায়েম হবে।
বাংলাদেশে গরিবের রাজ কায়েম হবে।
শোষোকের রাজ কায়েম হবে না।”

References:
বঙ্গবন্ধুর অডিও ভাষণ, ২৬ জুন ১৯৭২, মাইজদিকোর্ট, নোয়াখালী
বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৯৪৮-১৯৭৫, সংগ্রামের নোটবুক
www.songramernotebook.com