You dont have javascript enabled! Please enable it! 1971.06.20 | ২০- ২১ জুন ১৯৭১ : আখতার সোলায়মান - সংগ্রামের নোটবুক

২০- ২১ জুন ১৯৭১ : আখতার সোলায়মান

সোহরাওয়ার্দী কন্যা বেগম আখতার সোলায়মান। ২০ জুন পেশোয়ারে ন্যাপ ওয়ালি প্রাদেশিক পরিষদ সদস্য মেজর জেনারেল (অব) জিলানি এর সাথে সাক্ষাত করেন সেখানেই তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন এখনই ক্ষমতা হস্তান্তরের সময় নয়। তিনি বলেন পূর্ব পাকিস্তানে এখন স্বাভাবিক অবস্থা নাই তবে তিনি আশা প্রকাশ করেন যে অচিরেই তা সাভাবিক হবে। তিনি বলেন ক্ষমতা হস্তান্তর হতে হলে দুই প্রদেশই এক সাথে হতে হবে। তিনি যাহা করিতেছেন তাহা দুই প্রদেশের ঐক্য এর জন্যই করিতেছেন। তিনি বলেন পাকিস্থানের সং হতি রক্ষার ব্যাপারে এম এন এ ও এম পি এ গন আগাইয়া আসিতেছেন তবে সংখ্যাটা প্রকাশ করিতে চান না। তিনি বিদেশ সফরের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেননি তবে এরুপ সফর হলে তা অবশ্যই সরকারী সফর হবে না।
২১ জুন লাহোরের উদ্দেশে রাওয়ালপিন্ডি ত্যাগের প্রাক্কালে ইসলামাবাদ বিমান বন্দরে সাংবাদিকদের বলেন এই সংকটময় মুহূর্তে দেশে স্বাভাবিক অবস্থা ফিরাইয়া আনার জন্য সরকারের হাতকে শক্তিশালী করার জন্য জনগনের প্রতি আহবান জানান।
নোট ঃ জিলানি তার দলের মতই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন। তার দলকে নিষিদ্ধ করা হয়। তিনিও ৭৫ পর্যন্ত জেলে ছিলেন।পরে পলাইয়া আমেরিকা চলে যান।