You dont have javascript enabled! Please enable it!

২৬ জুন ১৯৭১ গোলাম আজম

প্রাদেশিক জামায়াত আমির গোলাম আজম পত্রিকায় এক বিবৃতিতে বলেন পাকিস্তান এক গভীর সঙ্কটের মধ্যে দিয়া চলিতেছে। এই সঙ্কট ময় মুহূর্তে ভারত ও অন্যান্য পরাক্রমশালী রাষ্ট্রের আক্রমনের শিকার হইলে পাকিস্তানকে রক্ষার জন্য সকল মুসলিম রাষ্ট্র প্রধানদের নিকট আবেদন জানাইয়াছেন।সম্প্রতি রাজনৈতিক সমাধান না হইলে বিশ্বব্যাংক ও তাহার কনসোর্টিয়াম পাকিস্তানে সাহায্য প্রদানের সকল উৎস বন্ধ রাখার যে ঘোষণা দিয়াছে তাহার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরোধীতা করে বলেন, “বিশ্বব্যাংক পাকিস্তানের মর্যাদা ও সন্মানের প্রতি অবমাননাকর।মার্কিন যুক্তরাষ্ট্র ও তাহাদের মিত্রদের বুঝা উচিৎ বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়াও পাকিস্তান চলতে পারে। আমরা আমাদের দেশের সংহতি ও আদর্শ বিক্রি করে কোন সাহায্য গ্রহন করিতে পারিনা।