You dont have javascript enabled! Please enable it! 1971.06.26 | মার্কিন যুক্তরাষ্ট্র ও তাহাদের মিত্রদের বুঝা উচিৎ বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়াও পাকিস্তান চলতে পারে- গোলাম আজম - সংগ্রামের নোটবুক

২৬ জুন ১৯৭১ গোলাম আজম

প্রাদেশিক জামায়াত আমির গোলাম আজম পত্রিকায় এক বিবৃতিতে বলেন পাকিস্তান এক গভীর সঙ্কটের মধ্যে দিয়া চলিতেছে। এই সঙ্কট ময় মুহূর্তে ভারত ও অন্যান্য পরাক্রমশালী রাষ্ট্রের আক্রমনের শিকার হইলে পাকিস্তানকে রক্ষার জন্য সকল মুসলিম রাষ্ট্র প্রধানদের নিকট আবেদন জানাইয়াছেন।সম্প্রতি রাজনৈতিক সমাধান না হইলে বিশ্বব্যাংক ও তাহার কনসোর্টিয়াম পাকিস্তানে সাহায্য প্রদানের সকল উৎস বন্ধ রাখার যে ঘোষণা দিয়াছে তাহার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরোধীতা করে বলেন, “বিশ্বব্যাংক পাকিস্তানের মর্যাদা ও সন্মানের প্রতি অবমাননাকর।মার্কিন যুক্তরাষ্ট্র ও তাহাদের মিত্রদের বুঝা উচিৎ বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়াও পাকিস্তান চলতে পারে। আমরা আমাদের দেশের সংহতি ও আদর্শ বিক্রি করে কোন সাহায্য গ্রহন করিতে পারিনা।