You dont have javascript enabled! Please enable it!

পূর্ব-বাঙলার সমর্থনে শ্রীমতি আসফ আলির আফ্রো-এশিয়ান সংহতির বৈঠকের জন্য তার
(বিশেষ সংবাদদাতা)

দিল্লী, ২৮ মার্চ– ভারতীয় আফ্রো-এশিয়ান সংহতি সংস্থার সহ-সভাপতি শ্রীমতি অরুণা আসফ আলি পূর্ববাঙলার সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে আফ্রো-এশিয়ান সংহতি সংস্থার কার্যকরী কমিটির বৈঠক ডাকার জন্য আফ্রো-এশিয়ান সংহতি সেক্রেটারি জেনারেল শ্রী ইউসুফ এল এল সবাইকে এক জরুরী তারবার্তা পাঠিয়েছেন।
তারবার্তায় বলা হয়েছে, সামরিক শক্তির নিপীড়নে পূর্ববাঙলার স্বাধীনতা ও পূর্ব বাঙলার অধিবাসীদের জীবন যে বিপন্ন হতে চলেছে যে সম্বন্ধে অবিলম্বে একটি বৈঠক করা প্রয়ােজন।
পূর্ববাংলার জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামে সমর্থন সংগ্রহের উদ্দেশ্যে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও শ্রীমতি আসফ আলী তারবর্তায় অনুরােধ জানিয়েছেন।

সূত্র: কালান্তর, ২৯.৩.১৯৭১