You dont have javascript enabled! Please enable it!

ফরিদপুরের কৃষপুরহাটে জনসভায় বঙ্গবন্ধু

১ মার্চ ১৯৫৭

ফরিদপুর

সর্বক্ষেত্র হইতে দুর্নীতি উচ্ছেদের সংকল্প ঘােষণা করিতে হইবে। দুর্নীতি উচ্ছেদ করিতে না পারিলে জাতীয় উন্নতি অসম্ভব।

…তাহারা জনগণের অবস্থার উন্নয়ন অপেক্ষা আন্দোলন দমনের দিকেই অধিক মনােযােগী ছিলেন। সরকারের চেষ্টার জন্যই খাদ্য সংকটকালে অগনিত জনসাধারণের জীবনরক্ষা সম্ভব হইয়াছে।

…অবাধ নিরপেক্ষ গণভােটের মাধ্যমে কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণাধিকার স্বীকার করিয়া লইতে হইবে।

সূত্র – বঙ্গবন্ধু ও গণমাধ্যম, পৃষ্ঠা – ২৪০, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট, ঢাকা, প্রকাশকাল ২০১৩

বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৯৪৮-১৯৭৫, ফারজানা ইয়াসমিন, ড রাজিবুল বারী, সংগ্রামের নোটবুক

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!