You dont have javascript enabled! Please enable it!

২৫ জুন ১৯৭১ সদরুদ্দিন আগা খান

জাতিসংঘের উদবাস্ত বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান জাতিসংঘ সদর দফতরে তার রিপোর্ট প্রকাশের পর সাংবাদিকদের বলেন তিনি ইরানী নাগরিক তবে তাহাদের সম্প্রদায়ের লোক জন ভারত এবং পাকিস্তানেও আছে। তাহার সম্প্রদায়ের লোকজন পাকিস্তান থেকে ভারতেই বেশী। কোন কোন মহল থেকে বলা হচ্ছে তিনি একজন পাকিস্তানী এবং তিনি পূর্ব পাকিস্তান সফর কালে পাকিস্তানী সামরিক বাহিনির হেলিকপ্টার ব্যাবহার করেছেন। তিনি বলেন পাকিস্তানী হেলিকপ্টারে ভ্রমন সত্ত্বেও জনগন তা দেখে ভয় পায় নাই এবং পলায়ন করে নাই জনগন হেলিকপ্টার দেখে হাত নাড়াইয়াছে। তিনি দুর্যোগ পূর্ণ আবহাওয়া সত্ত্বেও পাইলট কে নিচু দিয়া উড়ার জন্য বলিয়াছিলেন যাতে তিনি ফসলী জমি অ বাড়িঘরের অবস্থা দেখতে পান। তিনি বলেন ৫ বছর যাবত তিনি এই পদে আছেন একবার নির্বাচিত এবং আরেকবার পুনঃ নির্বাচিত হয়ে। এই সময় কালে কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ আনে নাই প্রকৃত পক্ষে তিনি উদবাস্ত সমর্থক।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!