You dont have javascript enabled! Please enable it!

২১ জুন ১৯৭১ গোলাম আযম

লাহোর জামাতে ইসলামী দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অধ্যাপক গোলাম আজম বলেন এই অংশের মুসলমানেরা বাধ্য হইয়া নহে স্বেচ্ছায় পাকিস্তান নামীয় নিজস্ব আবাস ভুমি প্রতিষ্ঠা করিয়াছিল কিন্তু আমাদের নেতাগন সেই আদর্শের সাথে বিশ্বাস ঘাতকতা করিয়াছে। এই রুপ অবস্থার জন্য তিনি আইউব খানের দোষারোপ করেন। তার স্বৈরাচারী শাসন, গনতন্ত্র নিধন এবং অত্যধিক বল প্রয়োগের জন্য সেখানে চরমপন্থি রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। তার আমলে গনতান্ত্রিক নির্বাচন থাকিলে এইরুপ অবস্থার সৃষ্টি হইত না। শেখ মুজিব হয়ত বিচ্ছিন্নতা বাদী ছিলেন কিন্তু তাহা প্রকাশ্য ভাবে চাইতেন না। ন্যাপ মোজাফফরের মোজাফফর আহমেদ, পিএনএল এর আতাউর রহামান, মৌলানা ভাসানিও প্রকাশ্য স্বাধীনতা চাইতেন।এরা এখন ধরা ছোঁওয়ার বাইরে। তিনি বলেন শক্তি প্রয়োগ নয় ভ্রাতৃত্ব পূর্ণ সম্পর্কের মাধ্যমেই দুই অংশ চিরদিন টিকিয়া থাকিতে পারে।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!