You dont have javascript enabled! Please enable it! ২৯ ফেব্রুয়ারী ১৯৭২ঃ একনজরে এদিন - সংগ্রামের নোটবুক

২৯ ফেব্রুয়ারী ১৯৭২ঃ একনজরে এদিন

পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো আজ জানিয়েছেন বাংলাদেশের খাদ্য সংকটে তার দেশ বাংলাদেশকে ১ লাখ ২২ হাজার টন খাদ্য সাহায্য দিতে প্রস্তুত রয়েছে।
খাদ্যমন্ত্রী ফণীভূষণ মজুমদার বলেছেন দেশে খাদ্য মওজুদের পরিমান চার লক্ষ পঁচিশ হাজার টন এবং আরও এক লক্ষ দশ হাজার টন খাদ্য দেশে আসার পথে রয়েছে। খাদ্য ঘাটতি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই কারন সরকার আমদানির মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণে সচেষ্ট আছে। তিনি বলেন জনগন উতপাদন বাড়ানোর জন্য সচেষ্ট না হলে সরকারের খাদ্য আমদানিতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা বেয় হয়ে যাবে। এর আগে চট্টগ্রামের সাতক্ষীরায় এক সমাবেশে তিনি জনগণকে বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার আহবান জানান।
বাংলাদেশ ছাত্রলীগ ৩ মার্চকে বিপ্লব দিবস ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকি এবং সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য ছাত্রলীগের সকল ইউনিটের প্রতি আহবান জানান।
ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ইন্দোনেশিয়ার সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন এ পর্যন্ত ৪৭টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহারতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে লেখা ইন্দোনেশিয়ার স্বীকৃতি সংক্রান্ত পত্রটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর কাছে গতকাল হস্তান্তর করে সে দেশের ভ্রাম্যমাণ দুত হাসান রউফ। সামাদ আজাদ জানিয়েছেন খুব শীঘ্রই ইন্দোনেশিয়া বাংলাদেশে মিশন খুলবে।
ন্যাপ প্রধান বাংলাদেশ বাহিনীর সকল দল বিলুপ্ত ঘোষণা করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন সমাজ বিরোধীরা এ সকল বাহিনীর নাম করা জনগণকে হয়রানী করে আসছিল। দলের সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ দেশপ্রেমিক দলগুলির প্রতিনিধি সমন্বয়ে সর্বস্তরে জনগনের কমিটি করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
সরকার কবি নজরুল ইসলামের জন্য ধানমণ্ডি ২ নং রোডে একটি বাড়ী বরাদ্ধ করেছে। বাড়ীটি দোতলা। বাড়ীর ফাকা জায়গায় একটি বাগান তৈরির কাজ চলছে। ঢাকা সফররত তার দুইপুত্র ও এক পুত্র বধুকে আজ বাড়ীটি দেখানো হয়েছে।
পাকিস্তানে আটকে পড়া বাঙ্গালীদের দুর্দশায় ন্যাপ প্রধান মওলানা ভাসানী উদ্বেগ প্রকাশ করেছেন।
পিডিপি সাবেক নেতা সালাম খান পিজি হাসপাতালে আজ মারা গিয়েছেন। সালাম খান ১৯৫৫ সালে দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দেয়ার সময় দল ত্যাগ করে কেএসপির সাথে জোট করে মন্ত্রিত্ব নিয়েছিলেন। পরে তিনি ১৯৬২ সালে এনডিএফ এ যোগ দেন।
সকল স্থানীয় পরিষদ বাতিল করা হয়েছে।
বাংলাদেশের নতুন মুদ্রা দেশে চলে এসেছে আগামী ১ মার্চ এ মুদ্রা চালু হতে পারে।