গাইবান্ধা ১৯৭১ঃ হানাদারদের নৃশংসতার ছবি।
পাকিস্তানী হানাদাররা এভাবেই স্বাধীনতাকামী বাঙ্গালীদের হত্যা করে ছবি তুলে রাখতো। এসব ছবি তাদের বীরত্ব প্রদর্শনের পরিচয় হিসেবে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠাতো। আত্মসমর্পণের এর এসব নেগেটিভে তারা ক্যাম্পের কাছেই কোথাও ফেলে রেখে যায় যা পরে উদ্ধার হওয়ার পর পত্রিকায় আসে।