You dont have javascript enabled! Please enable it! 1969.02.23 | ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ শেখ মুজিবের সংবর্ধনা - সংগ্রামের নোটবুক

২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ শেখ মুজিবের সংবর্ধনা

রেসকোর্সে ১০ লক্ষাধিক জনতার সমাবেশে শেখ মুজিব ঘোষণা করেন তিনি আইউব খান আহূত গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। বৈঠকে তিনি পাকিস্তানের উভয় অংশের ন্যায়সঙ্গত দাবী তুলে ধরবেন। রেসকোর্সে তার সংবর্ধনা উপলক্ষে ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন। সভা পরিচালনা করেন ডাকসু সভাপতি তোফায়েল আহমেদ। সভায় আগরতলা ষড়যন্ত্র মামলার কয়েক আসামী উপস্থিত ছিলেন। মঞ্চে শেখ মুজিবের পাশে আসন গ্রহন করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী শামসুর রহমান, আলী রেজা, সুলতান উদ্দিন, খুরশিদ আলম সোহরাওয়ারদী কন্যা আখতার সুলেমান। শেখ মুজিব তার ভাষণে বলেন এখন তিনি আর প্যারিটি মেনে নেবেন না। তিনি বলেন পরোক্ষ নির্বাচন আর নয় এখন থেকে প্রত্তেক্ষ নির্বাচন চাই। এক ইউনিট থাকবে কিনা তার উপর তিনি গণভোট চান। তিনি বলেন প্রদেশ গুলোর স্বায়ত্তশাসনের উপর তিনি জোর দিবেন। সভায় তিনি বলেন তিনি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান না। তিনি বলেন মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা নহে ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা। মোনায়েম খান সম্পর্কে তিনি বলেন যে ব্যাক্তির নাম শুনলে এদেশের মানুষের আতঙ্কে ঘুম থেকে জেগে উঠে সে লোক এখনও কিভাবে গভর্নর থাকে। তিনি বলেন মোনেম খান ক্ষমতায় এসেই বলেছিলেন তিনি ক্ষমতায় থাকতে মুজিবকে জেলেই থাকতে হবে। এত খুন নির্যাতনের পরও সে কিভাবে গভর্নর থাকে। শেখ মুজিব বলেন আমি জেল থেকে বেড়িয়ে এসেছি এবার আপনি বিদায় নেন। আইউবের উদ্দেশে তিনি বলেন তাকে আর প্রদেশে ফেরত পাঠাবেন না সেখানেই রেখেদিন। তার সম্পর্কে তিনি বলেন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক আব্দুল হাইকে ডেকে নিয়ে তাকে রবীন্দ্র সঙ্গিত লিখতে বলেছিলেন। তিনি বলেন হাই লিখলে তো আর সেটি রবীন্দ্র সঙ্গীত হয় না হয় হাই সঙ্গীত। তিনি বেতারকে হুঁশিয়ারি দিয়ে বলেন তার সঙ্গীত প্রচার করতে হবে তিনি একজন বিশ্ব কবি। তিনি বলেন ভৌগোলিক কারনেই এক প্রদেশ আক্রান্ত হলে আরেক প্রদেশের সাহায্যের কোন সুযোগ নেই তাই ৬৫ এর যুদ্ধে বাঙ্গালীরা পশ্চিম পাকিস্তানীদের সাহায্যে আসতে পারেনি। আর এজন্যই দরকার পূর্ব পাকিস্তানকে স্বয়ং সম্পূর্ণ করে তোলা। ৬৫ সালের অভিজ্ঞতার আলোকেই তিনি ৬৬ সালে লাহোরে দফা পেশ করেছিলেন। তখন তারা দফা গ্রাহ্য করেনি। শেখ মুজিবুর রহমান বলেন যখন তাকে আগরতলা মামলায় জেলে প্রবেশ করানো হয় তখন তিনি এক মুঠো মাটি নিয়ে প্রার্থনা করেছিলেন তিনি যেন বাংলার মাটিতে আশ্রয় পান। তিনি বলেন বাংলার মাটিকে বাংলার মানুষকে আমি ভালবাসি। তারাও আমাকে ভালবাসে। তিনি বলেন কয়েকজন শিল্পপতির জন্য পাকিস্তান কায়েম হয়নি। ১২ কোটি মানুষের মুক্তির জন্য পাকিস্তান এসেছে কিন্তু জনগনের কোন উন্নয়ন হয়নি। তিনি আইউব সরকারের সকল হত্যাকাণ্ডের নিন্দা করে বলেন হিটলারের পরেই আইউবের স্থান। তিনি ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো প্রসঙ্গে বলেন কেন্দ্রীয় সরকার শুধু তিনটি বিষয় নিয়েই থাকবে বাকী সব থাকবে প্রাদেশিক সরকারের উপর। ১১ দফা প্রসঙ্গে তিনি বলেন ১১ দফার প্রশ্নে কোন আপোষ নেই। ১১ দফার ভিতরেই তার দফা আছে। জগন্নাথ কলেজকে প্রাদেশিকীকরনের তিনি নিন্দা করেন।
সভায় তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ১১ দফার প্রতি অবিচল সমর্থন দেয়ার আহবান জানান। তিনি বাংলায় পাকিস্তানের জাতীয় সঙ্গীত লেখার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সভায় জনগনের পক্ষ হতে শেখ মুজিবকে বঙ্গবন্ধু পদবীতে ভূষিত করা হয়।
সভায় যে সকল প্রস্তাব গ্রহন করা হয় তা হল মার্চের মধ্যে মন্ত্রীসভার পদত্যাগ, পরিষদ সদস্যদের পদত্যা্, সকল মৌলিক গণতন্ত্রীদের পদত্যাগ এবং সরকারের সকল খেতাব বর্জনের আহবান জানানো হয়।
গোলটেবিল বৈঠকে যোগ দিতে শেখ মুজিবের সাথে পশ্চিম পাকিস্তান যাচ্ছেন তাজ উদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল, মুস্তাক আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল মোমেন, জহুর আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী সহ জন।
পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর আজম খান এক বিবৃতিতে শেখ মুজিবের মুক্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।
জনসভা শেষে জনতা বাড়ী ফেরার সময় জনতার উপর ঢাকা ক্লাবের সম্মুক্ষে পুলিশ গুলিবর্ষণ করে। এতে তিন জন আহত হয়। পরে উত্তেজিত জনতা ঢাকা ক্লাব ভাংচুর করে। শেখ মুজিব এক বিবৃতিতে গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেন।
পিপিপি প্রধান জুলফিকার আলী ভূট্টো ঢাকা পৌঁছে মওলানা ভাসানীর সাথে বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন তার দল আওয়ামী লীগ ন্যাপ এর সাথে একযোগে কাজ করতে চায়। তিনি বলেন ভাসানী এবং মুজিবের মধ্যে মতপার্থক্য অবসান ঘটাতে তিনি চেষ্টা করে যাবেন। তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেন। পরে আবার রাতে তিনি শেখ মুজিবের সাথে ২য় দফা সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ভূট্টো জানান তাদের মধ্যে সন্তোষ জনক আলোচনা হয়েছে। উভয়ে একই বিমানে পিণ্ডি যাবেন। সেখানেও তারা আলাপ আলোচনা করবেন।
পিডিএম নেতা আতাউর রহমান খান, কম্যুনিস্ট পার্টি প্রধান মনি সিংহ, মুসলিম লীগ নেতা কাজী কাদের শেখ মুজিবের সাথে দেখা করেছেন।
প্রেসিডেন্ট আইউব খান রাওয়ালপিন্ডিতে পূর্ব পাকিস্তান সিন্ধুর গভর্নরের অবস্থানের মেয়াদ বর্ধিত করেছেন। তুমুল আন্দোলনের মধ্যে দু গভর্নর রাওয়ালপিন্ডি আশ্রয় নেন।
সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেককেই নিয়ে জনতা আজ শহরে আনন্দ মিছিল বের করেন এদের মধ্যে আছেন মতিয়া চৌধুরী এবং লেঃ কমান্ডার মোয়াজ্জেম। শেখ মুজিব বাদে অপরাপর নেতাদের আগামীকাল গন সংবর্ধনা দেয়া হবে

 

বঙ্গবন্ধুর সাথে আতাউর রহমান খান ও মণি সিংহ