২২ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশনের ধারনকৃত বাংলাদেশের বীরাঙ্গনা মহিলাদের একটি ভিডিও ক্লিপ প্রচার করে। তারা কিছু পুনর্বাসন ক্যাম্প পরিদর্শন করে পাক বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরে। জিয়াউর রহমান খুবই সাদাসিদা জীবন যাপন করতেন। তিনি যখন ৭২ সালে উপ সেনাপ্রধান হন তখন ক্যান্টনমেন্ট এর এই অতি সাধারন এ বাড়ীতে উঠেন। তিনি সরকারী আনুষ্ঠানিকতা ছাড়া বঙ্গভবন ব্যাবহার করতেন না। তার বসবাস করার মত ঢাকায় কোন বাড়িঘরও ছিল না। তাই সরকার সদয় হয়ে এ সাধারন মানের বাড়ীটি তার পরিবারকে মালিকানায় হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।