১৮ ফেব্রুয়ারী ১৯৭২ঃ নিউইয়র্ক টাইমসের সাথে সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিউইয়র্ক টাইমসের নিবন্ধকার সিএল সুলবালজারের সাথে সাক্ষাৎকারে বলেছেন ভারতের সাথে ভাল সম্পর্ক ছাড়া শক্তিশালী পাকিস্তান সম্ভব নয়। তিনি আজ মার্কিন গোয়েন্দা তথ্যকে অমূলক ও বানোয়াট বলে আখ্যায়িত করে এ কথা বলেন। রিপোর্টে বলা হয়েছিল ভারত পশ্চিম পাকিস্তানকে ধ্বংস করার পরিকল্পনা ছিল এ পরিকল্পনায় ছিল সেনাবাহিনী একেবারে ধ্বংস করা এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করা। গান্ধী বলেন আমরা স্বাধীন এবং শক্তিশালী পাকিস্তানই দেখতে চাই। আমরা দুর্বল পাকিস্তান দেখতে চাইনা। আমাদের নীতি ছিল শুধু পশ্চিম সেক্টরে যুদ্ধ চালিয়ে যাওয়া কোন ভুমি অধিকারের কোন ইচ্ছা ছিল না। মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে ভারতীয় মন্ত্রীসভার সিদ্ধান্ত এর কপি আছে এমন দাবীর প্রেক্ষিতে ইন্দিরা গান্ধী বলেন মন্ত্রিসভায় এমন সিদ্ধান্তই হয়নি। তিনি বলেন বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। এ প্রত্যাহার ১৬ ডিসেম্বর থেকেই শুরু হয়। ডিসেম্বরেই আমরা আমাদের অর্ধেক সৈন্য ফেরত এনেছিলাম। যুদ্ধবন্দীর ব্যাপারে পাকিস্তান এখনও আমাদের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। আলোচনা শুরু হলেই কেবল বন্দী মুক্তি প্রক্রিয়া শুরু হবে। ভারতের সীমান্ত আগের মতই থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে গান্ধী বলেন কিছু রদবদল হওয়া উচিত তবে তা বড় ধরনের কিছু না।