ওসি কুদ্দুস
মেজর জেনারেল মঞ্জুরকে গ্রেফতারকারী ওসি গোলাম কুদ্দুস সরকার প্রদত্ত ঘোষিত পুরষ্কার ৫ লাখ টাকা প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু তিনি সরকার থেকে অনেক গোপন পুরস্কার গ্রহন করেছিলেন। প্রেসিডেন্ট জিয়া নিহত হন ৮১ এর জুনে এর ৩ বছর পরেই তিনি বিশাল অর্থ বিত্তের মালিক হন। এ অর্থ দ্বারা তিনি গাড়ী বাড়ী জমি শিল্প কারখানার মালিক হন। সরকারের সাথে সম্পর্ক ভাল থাকার কারনে বেনামে নয় নিজ বা নিজ পরিবারের নামেই তিনি সম্পত্তি করেন। রুপগঞ্জ এর ভূলতা মৌজায় শিল্প কারখানা করার জন্য তিনি ৮৪ সালেই ৬৫ বিঘা জমি ক্রয় করেন। সে জমি পরে তিনি দোয়েল গ্রুপের কাছে বিক্রি করে দেন। তিনি চাকুরী থেকে অবসরের পর গার্মেন্টস সেক্টরের শিল্পপতি রুপে আবির্ভূত হন।